আত্মবিশ্বাস নিয়েই কৃষ্ণরা ওয়ার্ল্ড হকি লিগ খেলতে যাচ্ছেন। হ্যাঁ, আগের ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। গতকাল কুয়ালালামপুর বুকিট জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ প্রীতি ম্যাচে স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলকে ৫-১ গোলে পরাজিত করে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে জিমিরা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। বিজয়ী দলের পক্ষে মিমো ২, আশরাফুল, খোরশেদ ও রুম্মান ১টি করে গোল করেন। ঢাকায় পাঠানো তথ্যে বিজিত দলের গোলদাতার নাম জানা যায়নি। বাংলাদেশ দলের কামরুল ইসলাম কিসমত জানান, পুরো দলই ছিল উজ্জীবিত। শক্তিশালী প্রতিপক্ষ হলেও অনূর্ধ্ব-২৩ দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। প্রথম ম্যাচ হার প্রসঙ্গে কিসমত বলেন, ক্লান্তি শরীর নিয়ে খেলোয়াড়রা খেলতে নেমে মাঠে সুবিধা করতে পারেনি।