বেশ কয়েক বছর ধরেই শারীরিক অবস্থা তেমন ভালো যাচ্ছে না ফিদেল কাস্ত্রোর। যার কারণে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি। গুজব রটেছিল, ফিদেল কাস্ত্রো আর নেই! বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় উঠেছিল। কিন্তু এই গুজব মুহূর্তেই উড়ে গেল ম্যারাডোনার এক চিঠিতে। তার মানে ফিদেল কাস্ত্রোকে বাঁচালেন ম্যারাডোনা!
গুজবকে উড়িয়ে দিতে ফিদেল কাস্ত্রোর লেখা চিঠি নিয়ে ভেনেজুয়েলার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলের সামনে হাজির হন ম্যারাডোনা। প্রমাণ হিসেবে ক্যামেরার সামনে চিঠিটি তুলে ধরেন ৮৬-এর মহানায়ক।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ফিদেল কাস্ত্রো ভালো আছেন। চিঠিতে দেখুন তার সই আছে। আপনাদের ক্যামেরার সামনে চিঠিটা তুলে ধরলাম। আপনারা সারা বিশ্বের কাছে ছবিটি পৌঁছে জানিয়ে দিন ফিদেল কাস্ত্রো মরেননি, জীবিত আছেন।