চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে বিশ্বকাপ খেলতে বিদেশে যেতে অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাসেদ তালুকদার এই আদেশ দেন। সকাল ১১টার দিকে রুবেলের পক্ষে দুটি আবেদন করা হয়। একটি ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি অন্যটি বিদেশে যাও্য়ার অনুমতি চেয়ে করা হয়। আদালত দুটি আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় গত ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় গত ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নিয়েছিলেন রুবেল। এরপর বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় আগাম জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।