টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের বর্ষসেরা ফুটবলার হতে রোনালদো টপকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর জার্মান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে। ৩৭.৬৬ শতাংশ ভোট পেয়ে ব্যালন ডি'অর জিতেছেন রিয়াল তারকা। যেখানে বার্সেলোনার মেসি পেয়েছেন ১৫.৭৬ এবং বায়ার্ন তারকা ন্যুয়ের পেয়েছেন ১৫.৭২ শতাংশ ভোট। রোনালদোকে ভোট দিয়েছিলেন বায়ার্নের হয়ে খেলা ন্যুয়েরের সতীর্থ রবার্ট লোভানডস্কি। আর এবারে তিনিই জানালেন, রোনালদোকে ভোট দেওয়া ছিল তার ভুল সিদ্ধান্ত। ন্যুয়েরকেই তার মূল্যবান ভোটটি দেওয়া উচিত ছিল বলে মনে করেন লোভানডস্কি। এ প্রসঙ্গে লোভানডস্কি বলেন, ন্যুয়েরকে রেখে রোনালদোকে ভোট দেওয়া আমার ভুল সিদ্ধান্ত ছিল। যদি সুযোগ থাকতো তবে, আমি ন্যুয়েরকে ভোটটি দিতাম। কিন্তু আমি গত আগস্ট মাসেই আমার ভোটটি রোনালদোকে দিয়ে দিয়েছি।