মেলবোর্নে পুনর্বাসন শেষে গতকাল রাতে ঢাকায় ফিরেছেন তামিম ইকবাল। বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচার করতে গত ২৬ ডিসেম্বর ঢাকা ছেড়েছিলেন বাঁ হাতি ওপেনার তামিম। ২৯ ডিসেম্বর তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় ডা. ডেবিড ইয়াংয়ের তত্ত্ব্বাবধানে। এরপর সেখানে তিনি দুই সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে ছিলেন ডা. ইয়াংয়ের। ঢাকায় ফিরেই যোগ দিচ্ছেন না জাতীয় দলের অনুশীলনে। আজ ও কাল টাইগারদের অনুশীলন বন্ধ। ফেরার পর তামিম বিসিবি ডাক্তার দেবাশীষ ও ফিজিও বায়েজিদের সঙ্গে রিপোর্ট নিয়ে কথা বলবেন এবং তাদের সায়ের পরই অনুশীলনে নামবেন তামিম। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির আহমেদ। আর তিনি অনুশীলনে নামবেন বিসিবির ডাক্তার ও ফিজিও ইঙ্গিত পাওয়ার পর।' বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে ২৪ জানুয়ারি ঢাকা ছাড়বে। তার আগে যে অনুশীলন করবে মাশরাফিবাহিনী সেখানে ২৩ জানুয়ারি অংশ নেওয়ার কথা তামিমের। তামিম ফিরলেও বিগ ব্যাশে খেলার জন্য সাকিব এখন অস্ট্রেলিয়ায়। তিনি সরাসরি বাংলাদেশ দলে যোগ দেবেন।