নতুন বছরে ক্রিকেট বোর্ডের প্রথম সভা আজ। প্রথম সভাতেই নেওয়া হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ দুপুরে পরিচালনা পর্ষদের সভায় মনোনয়ন দেওয়া হবে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার। ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে স্ট্যান্ডিং কমিটিতে। বাড়ানো হচ্ছে বেতনভুক্ত ক্রিকেটারের সংখ্যা। এছাড়াও নিয়োগ দেওয়া হচ্ছে গেম ডেভেলপমেন্টের পরিকল্পনাকারী হিসেবে রস টার্নারকে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিতে টাইগাররা ঢাকা ছাড়বে ২৪ জানুয়ারি। সেই দলের ম্যানেজার হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, এ নিয়ে ব্যাপক আলোচনা ক্রিকেট পাড়ায়। তবে তালিকায় রয়েছেন তিন-চার জনের নাম। খালেদ মাহমুদ সুজন, আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়ের মধ্যে যে কোনো একজনকে ম্যানেজার নিয়োগ দেওয়া হতে পারে আজ।
গত কয়েকমাস ধরেই ব্যাপক গুঞ্জন স্ট্যান্ডিং কমিটির পরিবর্তন নিয়ে। আজ বিসিবির ১৯টি স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকটিতে পরিবর্তন আসছে। শোনা যায় ক্রিকেট অপারেশন্স থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আকরাম খানকে। সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে এজড লেবেল কমিটির চেয়ারম্যান নাইমুরকে। আকরামকে দেওয়া হচ্ছে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। টুর্নামেন্ট কমিটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে গাজী গোলাম মর্তুজাকে। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অটোমেটিক্যালি সরে যেতে হচ্ছে সিসিডিএমের চেয়ারম্যান আ জ ম নাছিরকে। সেখানে আনা হচ্ছে হানিফ ভুঁইয়াকে। ফ্যাসিলিটিজ বিভাগ থেকে তানজিল চৌধুরীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে এজড লেবেল টুর্নামেন্ট কমিটির। আরও অনেকগুলো পরিবর্তন আসছে স্ট্যান্ডিং কমিটিতে। ২০১৪ সালে ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন ১২ জন। এবার সেটা বেড়ে ১৪ হচ্ছে। আজ পরিচালনা পর্ষদ সেটা চূড়ান্ত করছে। সংখ্যা বাড়লেও বেতন বাড়ছে না ক্রিকেটারদের।