স্থানীয় খেলোয়াড় জুয়ান মোনাকোকে হারিয়ে আর্জেন্টিনা ওপেন জিতলেন স্পেনিশ শীর্ষ টেনিস তারকা রাফায়েল নাদাল। চলতি বছর এই প্রথম কোনো শিরোপা জিতলেন ইনজুরি ফেরত নাদাল। বুয়েনস আয়ারস লন টেনিস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে মোনাকোকে সরাসরি সেটে ৬-৪, ৬-১ গেমে হারান নাদাল। বার্তা সংস্থা শিনহুয়া তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর দ্য হিন্দুর
বৃ্ষ্টির কারণে নাদাল ও মোনাকোর মধ্যকার ম্যাচটি শুরু হতে ২ ঘণ্টা বিলম্বিত হয়। বৃষ্টি শেষে খেলা শুরুৃ হলে তাদের মধ্যকার ম্যাচটি ১ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হয়।
এদিকে, আর্জেন্টিনা ওপেন জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে ৬৫টি শিরোপা জিতলেন নাদাল। এর ফলে ওপেন যুগে সবচেয়ে বেশি শিরোপাজয়ীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে গেলেন স্পেনিশ এ টেনিস তারকা। ১০৯টি শিরোপা জিতে তালিকায় শীর্ষে আছেন জিমি কনারস, ৯৪টি শিরোপা নিয়ে দ্বিতীয় ইভান লেন্ডল, ৮৪টি নিয়ে তৃতীয় রজার ফেদেরার ও ৭৭টি শিরোপা নিয়ে চতুর্থ স্থানে জন ম্যাকএনরো।
বিডি-প্রতিদিন/ ২ মার্চ ২০১৫/শরীফ