দশ বছরের বেশি সময়ের পর ফের দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই'র প্রেসিডেন্ট হলেন জগমোহন ডালমিয়া। আজ চেন্নাইয়ে বিসিসিআই'র বার্ষিক সাধারণ সভায় [এজিএম] ডালমিয়াকে সর্বসম্মতিক্রমে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। আর বোর্ডের নতুন সেক্রেটারি হয়েছেন হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের প্রধান অনুরাগ ঠাকুর। সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কারণে এবার প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারেননি সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাস। তবে অভিজ্ঞ ও বর্ষীয়ান ক্রিকেট প্রশাসক ডালমিয়া এন শ্রীনিবাস শিবির সমর্থিত প্রার্থীই ছিলেন। খবর দ্য হিন্দুর
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাবেক প্রেসিডেন্ট ডালমিয়ার বিসিসিআইর প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষ হয় ২০০৪ সালে। এবারের নির্বাচনে মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের প্রধান শারদ পাওয়ার শিবির ও সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাস শিবির তাদের প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ডালমিয়াই প্রেসিডেন্ট পদের জন্য একমাত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হন। পরে অবশ্য দুই শিবিরই ডালমিয়াকে প্রেসিডেন্ট পদে সম্মতি দেয়।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৫/শরীফ