স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের দলে ভেড়াচ্ছেন আর্জেন্টাইন ফুটবল ক্লাব রিভার প্লেটের তরুণ গোলরক্ষক আগুস্তো বাতাল্লাকে। আগামী মৌসুম থেকে ১৮ বছর বয়সী বাতাল্লাকে রিয়ালের হয়ে মাঠে দেখা যেতে পারে। রিভার প্লেটের প্রেসিডেন্ট রোডোলফো বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী জুন থেকে আর্জেন্টাইন অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক বাতাল্লাকে রিয়ালের হয়ে দেখা যাবে বলে তিনি জানিয়েছেন।
প্রেসিডেন্ট রোডোলফো আরো জানান, জুন থেকে বাতাল্লাকে রিয়াল ধারে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সে অনুযায়ী চুক্তির কাজও সম্পন্ন হয়েছে। আপাতত এক বছরের জন্য এ চুক্তি হয়েছে। তবে রিয়াল কর্তৃপক্ষ তাকে চড়া দামে কিনে নিতেও আগ্রহ দেখাচ্ছে।
এদিকে, রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শালকের বিপক্ষে রিয়ালের মূল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তার সেরাটা দিতে পারেনি। তাকে বিশ্রামে রেখে লা লিগার পরের ম্যাচে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকে মাঠে নামনো হতে পারে।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ ২০১৫/শরীফ