বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে ৮টি দল। দলগুলো হলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিস ও দক্ষিণ আফ্রিকা।
এদের মধ্যে পুল ‘এ’র তালিকায় ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্বাগতিক নিউজিল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে আরেক স্বাগতিক অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে। ৮ পয়েন্ট নিয়ে তিনে শ্রীলঙ্কা। আর ৭ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ।
অন্যদিকে পুল ‘বি’-তে ৬ ম্যাচে সবগুলো ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকা ৪ জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ। গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ৮ পয়েন্ট পেলেও, রানরেটে পিছিয়ে থাকায় তৃতীয় পাকিস্তান। আর সমান ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থেকে আইরিশদের হটিয়ে গ্রুপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা (১৮ মার্চ):
১১তম বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পুল ‘এ’র তৃতীয় দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে পুল ‘বি’র দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি আগামী ১৮ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। দুই দলেরই রয়েছে দু'জন তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্স।
বাংলাদেশ-ভারত (১৯ মার্চ):
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পুল ‘বি’ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মুখোমুখি হবে পুল ‘এ’র চতুর্থ দল বাংলাদেশ। আগামী ১৯ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের ক্রিকেটারা দারুন ফর্মে থাকায় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়া-পাকিস্তান (২০ মার্চ):
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ২০ মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের তৃতীয় দল পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে সমালোচিত হলেও টানা চার জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তান। তবে স্বাগতিক আর বর্তমান ফর্মের দিক থেকে এ ম্যাচে এগিয়ে থাকবে অসিরা।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (২১ মার্চ):
চলতি আসরের শেষ কোয়ার্টার ফাইনালে আগামী ২১ মার্চ কিউইদের বিপক্ষে মাঠে নামবে ফর্ম হীনতায় ভুগতে থাকা ওয়েস্ট ইন্ডিস। তবে ক্রিস গেইল উইকেটে থাকলে পরবর্তী রাউন্ডে জায়গা পেতে পারে ওয়েস্ট ইন্ডিস। সেক্ষেত্রে বোলিংয়ৈ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট আর ব্যাটিংয়ে ব্রেন্ডন টেইলরকে রুখতে হবে তাদের। না পারলে একতরফাভাবে ম্যাচটি জিতে নিতে পারে নিউজিল্যান্ড। কারণ তাদের সাম্প্রতিক ফর্ম সেটাই ইঙ্গিত দেয়।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৫/মাহবুব