আজ থেকে ব্যাংককে শুরু হচ্ছে আরচ্যারির এশিয়া কাপ স্টেজ-২ (ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট)। রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা আরচার অংশ নেবেন। এছাড়া কম্পাউন্ড বিভাগে অংশ নেবেন ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা। ৩০টি দেশের প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলাদেশ দলের সফরে স্পন্সর করছে বসুন্ধরা গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্ বাংলা ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরচ্যারি দলের দলনেতা ও ফেডারেশনের সহ-সভাপতি এম শোয়েব চৌধুরী, ফেডারেশনের আরেক সহ-সভাপতি ও প্রশিক্ষণ সমন্বয় কমিটির প্রধান মো. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম টিপু ও দলের প্রশিক্ষক নিশীথ দাস সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।