বাংলাদেশের প্রথম নারী দাবাড়ু হিসেবে বিশ্ব মহিলা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু শামীমা আক্তার লিজা। রাশিয়ার সোচিতে আজ থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। লিজার খেলা শুরু হবে ১৭ মার্চ থেকে। প্রথম রাউন্ডে লিজার প্রতিপক্ষ লিথুনিয়ার গ্র্যান্ডমাস্টার ভিক্টোরিয়া মিলিটা। বাংলাদেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে দাবার সর্বোচ্চ আসরে অংশ নিচ্ছেন তিনি।
সোচি মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২৭টি দেশের ৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন গ্র্যান্ডমাস্টার, ১৮ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৬ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/শরীফ