ইন্ডিয়ান ওয়েলস টেনিস আসরের প্রমীলা এককে চতুর্থ রাউন্ডের ছাড়পত্র পেয়েছেন ১৪ বছর পর এই আসরে খেলতে নামা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে জেরিনা ডায়াসকে ৬-২, ৬-০ সেটে হারিয়েছেন তিনি।
অন্যদিকে তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই রজার ফেদেরার। দ্বিতীয় রাউন্ডের খেলায় আর্জেন্টিনার দিয়াগো সোয়াজম্যানের বিপক্ষে ৬-৪, ৬-২ সেটের সহজ জয় পেয়েছেন সুইজারল্যান্ডের এই তারকা।
তৃতীয় রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ ইতালির আন্দ্রিয়াস সেপি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে এই সেপির কাছেই হারতে হয়েছিল ফেদেরারকে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/ এস আহমেদ