মেলবোর্ন এখন পরিচিত ভেন্যু মাশরাফিদের। যদিও সুখস্মৃতির নয়। তারপরও মেলবোর্নের সবুজ ঘাস, উইকেট, গ্যালারির গগনবিদারী আওয়াজ-সব পরিচিত টাইগারদের। পরিচিত এই ভেন্যুতেই ১৯ মার্চ আগুনঝরানো এক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপ ক্রিকেটের যে কোনো কোয়ার্টার ফাইনালের চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে মাশরাফি-ধোনিদের ম্যাচটি। ক্রিকেট মহাযজ্ঞের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে দুই দলই এখন মেলবোর্নে। দুইদিনের বিশ্রাম শেষে কাল অনুশীলন করেন মাশরাফিবাহিনী। ক্লান্তি ছুড়ে ফেলে অনুশীলন করেন দীর্ঘসময়। ম্যাচটি দুই দলেরই 'মাস্ট উইন ম্যাচ'। যে দল জিতবে, সিডনির পথ ধরবে তারা। এমন সমীকরণ যখন টাইগারদের সামনে, তখন চাপে ভেঙে না পরে জয়ের জন্য শিষ্যদের খেলতে পরামর্শ দিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। তার পরামর্শে চাপমুক্ত হয়েই অনুশীলন করছে টাইগাররা।
টাইগাররা দুটি ম্যাচ জিতবে। আরেকটি জিততে পারে এমন প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে আসে বাংলাদেশ। আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর অনেকেই ভেবেছিলেন, অধ্যায় শেষ টাইগারদের। কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালের। এই টানা ভালো খেলার রহস্য উদঘাটনে সবাই যখন ব্যস্ত, তখন হাতুরাসিংহে নিজেই জানান রহস্য বলে কিছু নেই, 'আমি মনে করি না বাংলাদেশের সাফল্যের পিছনে কোনো রহস্য আছে। ব্রিসেবেনে যে দুই সপ্তাহের অনুশীলন করেছি আমরা, সেখানেই নিজেদের গুছিয়ে নিয়েছি। দলে কোনো ইনজুরি নেই। সবাই ভালো পারফরম্যান্স করছেন। ফলে উন্নতি হচ্ছে প্রতিটি মাচেই। এটাই রহস্য।' বাংলাদেশ ও ভারত এর আগেও প্রতিপক্ষ হয়েছে পরস্পরের। কিন্তু এবারের মতো এতটা উত্তেজনা ছড়ায়নি কখনো।