ডব্লিউটিএ টেনিস প্রতিযোগিতা ইন্ডিয়ান ওয়েলসে অঘটনের শিকার হয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান ৫ নাম্বার ক্যারোলিন ওজনিয়াকি। ১৮ বছর বয়সী বেলিন্ডা বেনসিচের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন এ ডেনিশ তারকা।
প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলায় অভিজ্ঞ ওজনিয়াকির সঙ্গে দারুণ লড়াই করেই জয় পেয়েছেন টিন এজার বেনেসিচ। ওজনিয়াকিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন এই টেনিস খেলোয়াড়।
ওজনিয়াকিকে হারানোর পর এক প্রতিক্রিয়ায় বেনেসিচ বলেছেন, \'আমি যখন ছোট ছিলাম সব সময়ই উনার (ওজনিয়াকি) খেলা টিভিতে দেখেছি। তিনি আমার রোল মডেল। তাকে হারাতে পারা আমার কাছে অনেক বড় পাওয়া।\'
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ