ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে লিভারপুল। তারা ১-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। ইনজুরির জন্য এই ম্যাচে খেলেননি লিভারপুলের ফরোয়ার্ড মারিও বালোতেল্লি।
সোয়ানসির মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো পক্ষ। গোল পেতে মরিয়া লিভারপুল সাফল্য পেয়েছে ৬৮ মিনিটে। স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়িয়েছেন জর্ডান হেন্ডারসন। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও ব্যবধানে কোনো হেরফের হয়নি।
এ জয়ে পুরো তিন পয়েন্ট পেয়ে কিছুটা নির্ভার লিভারপুল। পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে তাদের। ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা। আর ২ পয়েন্ট বেশী নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হোসে মরিনহোর দল চেলসি।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৫/ এস আহমেদ