টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন বাংলাদেশি সাবিনা খাতুন। ফলে প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে তার অভিষেক হলো অনেকটা রাজকীয়ভাবেই। ম্যাচে তিনি মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে মোট চার গোল করেন।
আজ মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের মহিলা ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে সাবিনার ৪ গোলে তার ক্লাব মালদ্বীপ পুলিশ ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল এম.ই.ই ক্লাব। সাবিনা প্রথমার্ধে তিন গোল করেন। আরেকটি গোল করেন দ্বিতীয়ার্ধে।
ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন। এর আগে মালদ্বীপ আর্মি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। সাবিনার ক্লাবটি মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ। সাবিনাদের পরবর্তী দুটি ম্যাচ ২২ মার্চ পিসি অফিস ও ২৭ মার্চ ক্লাব এমআর ডিসি দলের বিপক্ষে।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৪ টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতাটি ১৪ মার্চ থেকে শুরু হয়েছে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ২০১৫/শরীফ