‘চলো দুই দলের বাইরে আমরা দুই দেশের সাংবাদিকরা একটি ক্রিকেট ম্যাচ খেলে ফেলি’- মেলবোর্নে সাকিবের সংবাদ সন্মেলন শুরুর আগে পশ্চিম বাংলার সংবাদ প্রতিক্ষণ পত্রিকার অরিন্দম ব্যানার্জি বলে উঠেন। প্রস্তাব শুনে গ্রোগ্রাসে গিলে নিল বিশ্বকাপ কাভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকরাও। এ যেন চৈত্রের ক্ষরা রোদের এক ফোঁটা বৃষ্টি! বিশ্বকাপে ম্যাচ কাভার করতে করতে ক্লান্ত মনের শ্রান্তি আনতে এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে! বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হচ্ছে আজ। সিডনিতে মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। পরের দিন ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে লড়বে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। দ্ইু প্রতিবেশীর সহবস্থান থাকা উচিত যেখানে, সেখানে যুদ্ধাংদেহী মনোভাব বিরাজমান! তবে দুই দেশের সাংবাদিকদের মধ্যে কিন্তু তার ছিটেফোঁটাও নেই। উল্টো একে অপরের কুশল জানতে চেয়েছেন। তাদেরই একজন আজকাল পত্রিকার দেবাশিষ দত্ত। ৩৪ বছর ধরে ভারতীয় দলের পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছেন সারা বিশ্ব। ভারতীয় নাগরিক। অথচ জন্ম বরিশালের স্বরূপকাঠিতে। ম্যাচে ভারতকে এগিয়ে রেখেছেন শুধুমাত্র নামের জন্য, ‘দুর্দান্ত খেলছে বাংলাদেশ। আমার দৃষ্টিতে ম্যাচে ভারত ৬৫ শতাংশ ফেবারিট। এই এগিয়ে থাকাটা শুধুমাত্র নামের জন্য। কিন্তু বাংলাদেশ যদি জিতে যায়, তাহলে আমি অবাক হবো না। কেননা বিশ্বকাপে যেমন খেলছে বাংলাদেশ, তাতে জিততেই পারে। সত্যি বলতে কী আমিও চাইছি বাংলাদেশ জিতুক।’
আগামীকালকের ম্যাচে নামার আগে এবারের আসরে একটি মাত্র বড় দলের বিপক্ষে জেতার রেকর্ডস রয়েছে টাইগারদের। ‘মাস্ট উইন’ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। অ্যাডিলেডের পর হ্যামিল্টনেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স হিম ধরিয়ে দিয়েছে ভারতীয় শিবিরে। তাই ম্যাচের ফল কি হবে, এ নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মতো চিন্তিত ভারতীয় মিডিয়াও। গতকাল তাই সংবাদ সন্মেলনে বাংলাদেশের মিডিয়ার চেয়ে প্রায় দ্বিগুণ প্রশ্ন করেন ভারতীয় মিডিয়ার লোকজন। ইংরেজি পত্রিকার একজনতো বলেই বসেন, ‘হ্যাপীর ভালোবাসাই উদ্দীপ্ত করেছে রুবেলকে। শুনলাম হ্যাপী নাকি কেস তুলে নিয়েছে?’ ক্রিকেটারদের মতো সাংবাদিকদের মধ্যেও মাইন্ড গেম খেলতে শুরু করেছেন ভারতীয়রা। পিছিয়ে নেই আমাদের সাংবাদিকরাও। ভারতকে বাড়তি গুরুত্ব দিয়েই বলছেন, ম্যাচে আমরা আন্ডার ডগ। কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। এটা অবশ্য অস্বীকার করছেন না ভারতীয় সাংবাদিকরা। তবে সব সময়ই চেষ্টা করছেন নিজেদের ফেবারিটের চেয়ারে বসাতে। তারপরও অনীহা নিয়েই আবার বলছেন, না ম্যাচটি সমানে সমানে হবে। দেবাশিষ দত্ত অঘটনের ব্যাখ্যায় বলেন, ‘বাংলাদেশ অঘটন ঘটানোর সামর্থ রাখে শতভাগ। এর কারণ, বাংলাদেশের সব ক্রিকেটার ফর্মে রয়েছেন। তারা সঠিক সময়ে, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন। এবারের বিশ্বকাপে আর কোনো দলের পারফরম্যান্সে এমনটা দেখা যায়নি। তাই বাংলাদেশ যদি আরও উপরে যায়, তাহলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।’
শিরোনাম
- ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করল আমেরিকা
- ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ আগস্ট)
- ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
ভারতীয় মিডিয়াও চিন্তিত
আসিফ ইকবাল মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
১০ ঘণ্টা আগে | জাতীয়