‘চলো দুই দলের বাইরে আমরা দুই দেশের সাংবাদিকরা একটি ক্রিকেট ম্যাচ খেলে ফেলি’- মেলবোর্নে সাকিবের সংবাদ সন্মেলন শুরুর আগে পশ্চিম বাংলার সংবাদ প্রতিক্ষণ পত্রিকার অরিন্দম ব্যানার্জি বলে উঠেন। প্রস্তাব শুনে গ্রোগ্রাসে গিলে নিল বিশ্বকাপ কাভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকরাও। এ যেন চৈত্রের ক্ষরা রোদের এক ফোঁটা বৃষ্টি! বিশ্বকাপে ম্যাচ কাভার করতে করতে ক্লান্ত মনের শ্রান্তি আনতে এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে! বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হচ্ছে আজ। সিডনিতে মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। পরের দিন ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে লড়বে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। দ্ইু প্রতিবেশীর সহবস্থান থাকা উচিত যেখানে, সেখানে যুদ্ধাংদেহী মনোভাব বিরাজমান! তবে দুই দেশের সাংবাদিকদের মধ্যে কিন্তু তার ছিটেফোঁটাও নেই। উল্টো একে অপরের কুশল জানতে চেয়েছেন। তাদেরই একজন আজকাল পত্রিকার দেবাশিষ দত্ত। ৩৪ বছর ধরে ভারতীয় দলের পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছেন সারা বিশ্ব। ভারতীয় নাগরিক। অথচ জন্ম বরিশালের স্বরূপকাঠিতে। ম্যাচে ভারতকে এগিয়ে রেখেছেন শুধুমাত্র নামের জন্য, ‘দুর্দান্ত খেলছে বাংলাদেশ। আমার দৃষ্টিতে ম্যাচে ভারত ৬৫ শতাংশ ফেবারিট। এই এগিয়ে থাকাটা শুধুমাত্র নামের জন্য। কিন্তু বাংলাদেশ যদি জিতে যায়, তাহলে আমি অবাক হবো না। কেননা বিশ্বকাপে যেমন খেলছে বাংলাদেশ, তাতে জিততেই পারে। সত্যি বলতে কী আমিও চাইছি বাংলাদেশ জিতুক।’
আগামীকালকের ম্যাচে নামার আগে এবারের আসরে একটি মাত্র বড় দলের বিপক্ষে জেতার রেকর্ডস রয়েছে টাইগারদের। ‘মাস্ট উইন’ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। অ্যাডিলেডের পর হ্যামিল্টনেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স হিম ধরিয়ে দিয়েছে ভারতীয় শিবিরে। তাই ম্যাচের ফল কি হবে, এ নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মতো চিন্তিত ভারতীয় মিডিয়াও। গতকাল তাই সংবাদ সন্মেলনে বাংলাদেশের মিডিয়ার চেয়ে প্রায় দ্বিগুণ প্রশ্ন করেন ভারতীয় মিডিয়ার লোকজন। ইংরেজি পত্রিকার একজনতো বলেই বসেন, ‘হ্যাপীর ভালোবাসাই উদ্দীপ্ত করেছে রুবেলকে। শুনলাম হ্যাপী নাকি কেস তুলে নিয়েছে?’ ক্রিকেটারদের মতো সাংবাদিকদের মধ্যেও মাইন্ড গেম খেলতে শুরু করেছেন ভারতীয়রা। পিছিয়ে নেই আমাদের সাংবাদিকরাও। ভারতকে বাড়তি গুরুত্ব দিয়েই বলছেন, ম্যাচে আমরা আন্ডার ডগ। কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। এটা অবশ্য অস্বীকার করছেন না ভারতীয় সাংবাদিকরা। তবে সব সময়ই চেষ্টা করছেন নিজেদের ফেবারিটের চেয়ারে বসাতে। তারপরও অনীহা নিয়েই আবার বলছেন, না ম্যাচটি সমানে সমানে হবে। দেবাশিষ দত্ত অঘটনের ব্যাখ্যায় বলেন, ‘বাংলাদেশ অঘটন ঘটানোর সামর্থ রাখে শতভাগ। এর কারণ, বাংলাদেশের সব ক্রিকেটার ফর্মে রয়েছেন। তারা সঠিক সময়ে, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন। এবারের বিশ্বকাপে আর কোনো দলের পারফরম্যান্সে এমনটা দেখা যায়নি। তাই বাংলাদেশ যদি আরও উপরে যায়, তাহলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।’
শিরোনাম
- মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে মোটরসাইকেল ও সিএনজি
- সুগন্ধি লালসোনাইলের গোলাপি ঢেউ দোল খাচ্ছে প্রকৃতিতে
- কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে প্রেমিক
- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছয় জনের প্রার্থীতা বাতিল
- খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল
- খালেদা জিয়ার দেশে ফেরার দিন ডিএমপির বিশেষ নির্দেশনা
- মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার ৬ষ্ঠ দিন সাক্ষ্য গ্রহণ
- ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
- হবিগঞ্জে আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- স্ত্রী-সন্তানসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- খুলনায় তারুণ্যের সমাবেশ ঘিরে ঝালকাঠিতে যুবদলের প্রস্তুতি সভা
- লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রভসিমরানের মাঝে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন ম্যাথু হেইডেন!
- শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন
- জামিনে মুক্তির পর জেল গেট থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- বগুড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে শুভসংঘের মানববন্ধন
- বগুড়ায় দুই ঘণ্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- বাফুফের সঙ্গে চুক্তিতে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
ভারতীয় মিডিয়াও চিন্তিত
আসিফ ইকবাল মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর