কোয়ার্টার ফায়নাল নিশ্চিত করলো স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো। জার্মান জায়ান্ট বায়ার লেভারকুজেনের বিপক্ষে পেনাল্টি শুটআউটের বিনিময়ে পাওয়া জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।
লিগের প্রথম লেগে লেভারকুজেনের মাঠে আতিথ্য নিয়ে হেরে বসেছিল দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। ১-০ গোলে প্রথম লেগে হারের পর ফিরতি লেগে নিজেদের মাঠে স্বাগতিক হিসেবে খেলতে নামে অ্যাতলেতিকো। যদিও নির্ধারিত সময় শেষে ১-০ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। তাতে ৩-২ গোলের এগ্রিগেটে এগিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে অ্যাতলেতিকো।
ম্যাচের ২৭ মিনিটে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন মারিও সুয়ারেজ।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা