চলছে বিশ্বকাপ ক্রিকেট। আর এরপরই জীবনের নতুন ইনিংস শুরু করবেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সুরেশ রায়না। কিছুদিন আগেই অবশ্য জানা গিয়েছিল বিয়ে করছেন রায়না। তবে দিনক্ষণ জানানো হয়নি।
অবশেষে জানা গেছে, আগামী ৩ এপ্রিল সাতপাকে বাঁধা পরবেন রায়না। আগে অবশ্য বলা হয়েছিল, বিয়ে হবে ৮ এপ্রিল। কিন্তু সেইদিনই আইপিএল শুরু হওয়ায় বিয়ের দিন এগিয়ে ৩ এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার। পাত্রীর নাম প্রিয়াঙ্কা চৌধুরী। বিয়ের সমস্ত অনুষ্ঠান লক্ষ্মৌতে হবে। যদিও রায়নার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিয়ের বিষয়ে কিছুই জানানো হয়নি।
রায়নার হবু স্ত্রী প্রিয়াঙ্কা মীরাটের বাসিন্দা। এতদিন কর্মসূত্রে তিনি নেদারল্যান্ডে ছিলেন। তবে বিয়ের পর পাকাপাকিভাবে ভারতে থাকবেন বলেই জানা গেছে। রায়না ও প্রিয়াঙ্কা দুজনের বাবাই কর্মসূত্রে মুরাদনগর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করতেন। পাশাপাশি দু’জনের মাও খুব ভাল বন্ধু। গত ছয় মাস ধরে দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল।
প্রসঙ্গত, বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রোকেয়া।