ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে স্পেনীশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু হবে।
নকআউট পর্বের প্রথম লেগে লুইস সুয়ারেজের জোড়া গোলে ২-১ জয় পায় বার্সালোনা। ওই ম্যাচে ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো।
কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যানসিটির জয়ের কোনো বিকল্প নেই। তবে শুধু জয় হলেই হবে না জিততে হবে কমপক্ষে ২-০ ব্যবধানে। মেসি-নেইমারদের বিপক্ষে গোল হজম করলে তো কথাই নেই। অপরদিকে ড্র বা হার এড়ালেই কোয়ার্টারে উঠে যাবে বার্সা।
উল্লেখ্য, ম্যানসিটি ১-০ গোলে জিতলেও লাভ নেই। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টারে চলে যাবে কাতালানরা। আর ২-১ ব্যবধানে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব