বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের সাথে খেলার সুযোগ পাবেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, বিশ্বকাপে টানা ২ সেঞ্চুরির মালিক মাহমুদুল্লাহ রিয়াদ ও দারুন ছন্দে থাকা সাবেক অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের আগে বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের তিনি এমনই আশা প্রকাশ করেন।
বাংলাদেশ দলপতি বলেন, ‘আইপিএল অনেক বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বর্তমানে বাংলাদেশ টিমে যারা খেলছে তারা আইপিএলে খেলার সামর্থ্য রাখে। সাকিব যেমন এখন খেলছে। এই মুহূর্তে সাকিবসহ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আইপিএলে খেলার যোগ্যতা রাখে। এবার না হোক আমার বিশ্বাস ভবিষ্যতে হবে।
উল্লেখ্য, সাকিব গত তিন আসর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলছেন। এর আগে মাশরাফি বিন মতুর্জা কলকাতা নাইট রাইডার্সে, মোহাম্মদ আশরাফুল মুম্বাই ইন্ডিয়ান্সে, আব্দুর রাজ্জাক রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলরে ও তামিম ইকবাল পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। তবে এদের মধ্যে সাকিবই সফল।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব