চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ থাকে অন্য রকম। কিন্তু আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাশরাফি ও ধোনিদের যে লড়াই হচ্ছে তা মনে হয় সব উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়ায় ম্যাচ হলেও কাঁপছে বাংলাদেশ। কাঁপছে ভারত। কী হবে আজ? সিডনি সেমিফাইনালে কাদের দেখা যাবে। ক্রিকেটের খ্যাতনামা বিশ্লেষকরা এবারে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করছেন ঠিকই, কিন্তু স্পষ্টভাবেই বলছেন, ভারতের যে শক্তি ও অভিজ্ঞতা তাতে এমন হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণই। তাহলে কি টাইগারদের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে? এ ব্যাপারে অধিনায়ক মাশরাফি বলেন, ভারতকে অবশ্যই শক্তিশালী দল মানছি। কিন্তু এমন তো নয় যে আমরা ভারতের সঙ্গে কোনো দিন জিততেই পারিনি। তিনটি ম্যাচ জিতেছি, এর মধ্যে ২০০৭ সালের বিশ্বকাপ অন্যতম। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগদের মতো ক্রিকেটার থাকার পরও আমরা সহজভাবে জয় পেয়েছিলাম। সেই দলে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। যাক, সেই ম্যাচের উদাহরণ টেনে কিন্তু বলছি না মেলবোর্নে কোয়ার্টার ফাইনালেও জিতে যাব। মুখে নয়, কোয়ার্টার ফাইনালে আমাদের পক্ষে কী করা সম্ভব তা মাঠেই জবাব দিতে চাই। দেখেন বিশ্লেষকরা হয় ভারত না হয় আমাদের পক্ষেই কথা বলবেন। তারা তো আর মাঠে খেলবেন না। খেলবে ক্রিকেটাররা। সুতরাং মুখে নয়, আমরা ভালো না খারাপ খেলব তা মাঠেই প্রমাণ পাবেন।
বাংলাদেশের বিপক্ষে ভারত আগেও খেলেছে। কিন্তু এবারের ম্যাচকে ঘিরে তাদের ভিতরে বাড়তি টেনশন কাজ করছে। বিশেষ করে ভারতীয় মিডিয়া যেভাবে লেখালেখি করছে তাতে মনে হচ্ছে ম্যাচে যেন বাংলাদেশই ফেবারিট। গাভাস্কার, আজহারউদ্দিনদের মতো গ্রেট ক্রিকেটাররা ধোনিদের সতর্ক করে দিচ্ছেন। এ ব্যাপারে মাশরাফি বলেন, এটা স্বাভাবিক। ভারত চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়ে বিশ্বকাপে আসে। তাই নকআউট পর্ব থেকে বিদায় যেন নিতে না হয় এজন্য সতর্ক তো করবেই। তাহলে কি বাংলাদেশ পুরোপুরি চাপমুক্ত অবস্থায় মাঠে নামবে? মাশরাফি হেসে বললেন, ‘চাপ নেই আবার চাপ আছেও। আমাদের কোয়ার্টার ফাইনালের টার্গেট পূরণ হওয়ার পরই চাপ কমে যায়। কিন্তু মেলবোর্নে জিতলেই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলব। এত দূর আসার পর কেউ কি থেমে থাকতে চায়? সুতরাং একটা চাপ অবশ্যই রয়েছে। আসলে গ্রুপ পর্বের পর প্রতিটি ম্যাচই চাপের। আমরা সেভাবে অনুশীলন করেছি। খেলব আমরা এগার জন। কিন্তু আমাদের দিকে চেয়ে থাকবে ১৬ কোটি মানুষ। এটাও তো চাপের। প্রতিপক্ষ যদি ভারত না হয়ে আফগানিস্তান হতো তাহলেও আমরা চাপে থাকতাম। কারণ একটাই, নকআউট পর্বে হারা মানে বিশ্বকাপকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসা। দেশ থেকে অনেক ফোন পেয়েছি। সবার একটাই কথা, পারব কি আমরা জিততে। আমি বলেছি খেলায় হার-জিৎ আছে। তবে এটাও বলেছি আমরা জিতব না হারব, তা মাঠের লড়াই দেখলেই বুঝতে পারবেন।
অসুস্থতার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। প্রচণ্ড ঠাণ্ডা ও হাঁটুর ব্যথা বিশ্রামে ঠেলে দিয়েছিল টাইগার অধিনায়ককে। আজ বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরছেন টাইগার অধিনায়ক। তার ফেরায় বাদ পড়তে পারেন তাইজুল ইসলাম। তবে নাসির হোসেন খেলবেন কি না, এখনো নিশ্চিত নয়। কাল সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি যদি সুস্থ থাকি, তাহলে আমি খেলব ইনশাল্লাহ। এখনো একাদশ নিয়ে ভাবিনি।’ একাদশ নিয়ে না ভাবলেও আজ ব্যাটিং লাইনকে শক্তিশালী করতে নাসির হোসেনকেই দেখা যাবে মাঠে। একটি শঙ্কা অবশ্য রয়েছে ওপেনার ইমরুল কায়েশকে নিয়ে। তবে তার খেলা না খেলার বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এক বা একাধিক পরিবর্তন নিয়ে আজ টাইগাররা মাঠের লড়াইয়ে নামবে। ভারতকে হারিয়ে সিডনির টিকিট কাটতে চেষ্টার শেষটুকু ঢেলে দিবেন মাশরাফিরা। সেটা দেখতে ১৬ কোটি বাঙালি অধীর আগ্রহে বসে থাকবে টিভি পর্দার সামনে।
শিরোনাম
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
- ভরাডুবির ভয়ে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি : দুদু
- ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরায়েলের
- মার্কিন উপকূলে ১,০০০ ফুট উচ্চতার মেগা-সুনামির সম্ভাবনা
- ১ কেজি ৭শ’ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫ হাজারে
- রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর
মাঠেই জবাব দিতে চান মাশরাফি
আসিফ ইকবাল মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর