মেলবোর্ন কোয়ার্টার ফাইনালে অ্যাডাম গিল ক্রিস্টের দৃষ্টিতে ভারতই ফেবারিট। তিনি বলেন, এ ম্যাচ নিয়ে ধোনিদের টেনশনের থাকার কথা নয়। কিন্তু ম্যাচকে ঘিরে দুই দলের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে মনে হয় লড়াই হবে হাড্ডাহাড্ডি। গ্রুপ পর্বে যে ভারতকে দেখেছি তাতে তাদের সেমিতে খেলা স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু ২০০৭ সালে বিশ্বকাপে হারার ফলে ভারত স্নায়ুচাপে ভুগছে। এবার বিশ্বকাপে বড় দল বলতে বাংলাদেশ জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তাদের ব্যাটে-বলে ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দেখেন ওই ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি মাঠে ছিলেন না। তারপরও নিউজিল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিল। সত্যি বলতে কি সাকিবদের সেদিনকার পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। এ ধরনের নৈপুণ্য যদি ভারতের বিপক্ষে দেখাতে পারে তাহলে বলব প্রত্যাশার বাইরেও ফল ঘটে যেতে পারে।