বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ক্রিকেট ‘যুদ্ধকে’ সামনে রেখে টাইগারদের শুভকামনায় মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।
বুধবার বিকেলে সাকিবের নিজ জেলা মাগুরায় শোভাযাত্রা বের করা হয়। এ সময় তারা বাংলাদেশের জয় প্রত্যাশা করেন এবং টাইগারদের জয়ী করতে প্রার্থনা করবেন বলে জানান।
মাগুরা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে শহরের সেগুন বাগিচায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। টাইগাররা বিজয়ী হলে তাৎক্ষণিকভাবে মাগুরা শহরে আনন্দ মিছিল বের করা হবে বলে জানা গেছে।
মাগুরা আদর্শ কলেজের প্রভাষক মুরাদ হোসেন বাংলাদেশের খেলা দেখার জন্য বৃহস্পতিবার তিনি বাসায় প্রাইভেট বন্ধ রেখেছেন। তিনি বলেছেন, সকালে কলেজে গিয়ে বড় পর্দায় খেলা দেখবেন। এদিন তিনি কাজের তালিকায় ক্রিকেটের বাইরে অন্য কিছু রাখতে চান না। তিনি জানান, বাংলাদেশ দল জয় লাভ করলে তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়াবেন।
এদিকে, নামাজ পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনায় দোয়া করবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাসরুম রেজা কুটিল ও মা শিরিন রেজা। তারা বলেন, তারা বাড়িতে বসে ক্রিকেট খেলা দেখবেন। নামাজ পড়ে বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন। এমনকি বাংলাদেশ দল জয়লাভ করে এমন প্রত্যাশা করে দেশবাসীর দোয়া চেয়েছেন সাকিবের বাবা-মা।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৫/মাহবুব