বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি। ভারতের দেওয়া ৩০৩ রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। এই ম্যাচ ভারত এবং বাংলাদেশ উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। একদিনের ম্যাচের নিরিখে দেখতে গেলে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত। তবুও আশায় বুক বেঁধে আছে বাংলাদেশি সমর্থকরা। তাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ চমক দেখাবে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। কীসের জোরে জয় নিয়ে এত প্রত্যাশা বাংলাদেশি সমর্থকদের? এক্ষেত্রে ইতিহাস বলছে কথা। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ দুটো জয় এসেছে মার্চ মাসেই। তাই বাংলাদেশ আশাবাদী আজকের খেলায় জয় হবে টাইগারদেরই।
এর আগে ১৭ মার্চ এবং ১৬ মার্চ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১২ সালে ১৬ মার্চ এশিয়া কাপে ভারতের ২৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ৫ উইকেটে জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও এই ম্যাচেই শচীন টেণ্ডুলকার নিজের শততম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। আজ ১৯ শে মার্চ। আজ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কিনা সেটাই দেখার পালা।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৫/ এস আহমেদ