সব সময় পাশে থেকে অব্যাহত প্রেরণা জোগানোয় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ইউকেট কিপার মুশফিকুর রহিম। নিজের ফেসবুক ফ্যানপেজে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার লিখেছেন, ‘ধন্যবাদ সব সমর্থককে। আমি নিশ্চিত, আমাদের সাপোর্টাররা বিশ্বের সেরা সাপোর্টার। প্রতিটা মুহূর্তে তাদের সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করেছে।’
এ ছাড়া ভারতের বিপক্ষে ম্যাচটি হারার পর মুশফিক আরও লিখেছেন, ‘আজকে (বৃহস্পতিবার) আমাদের দিন ছিল না। তারপরও ছেলেরা এই টুর্নামেন্টে যেভাবে লড়াই করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কন্ডিশনে, এটা অসাধারণ।’
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ খেলেছেন মুশিফকুর রহিম। ৬ ম্যাচ খেলে করেছেন ২৯৮ রান। এর মধ্যে রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। এ ছাড়া উইকেটের পিছনে অসাধারণ কিছু ক্যাচ নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৫/ এস আহমেদ