একটি নয়, তিন তিনটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। ইয়ান গোল্ড ও আলিম দারের বাজে সিদ্ধান্তগুলোই পুড়িয়েছে বাংলাদেশকে এবং ছিটকে দিয়েছে বিশ্বকাপ থেকে। আম্পায়ারদের এই বাজে সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। মেনে নিতে পারেননি আইসিসির বর্তমান সভাপতি আ হ ম মুস্তফা কামাল। কাল ম্যাচ শেষে দর্শকদের মুখোমুখিতে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে আইসিসি সভাপতিকে। তিনি স্বীকারও করেছেন, ম্যাচে বাজে আম্পায়ারিং হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে হয়েছে কিনা, সেসব খতিয়ে দেখা হবে। প্রতিবাদ হিসেবে সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন কি না, এ ব্যাপারে কামাল বলেন, পদত্যাগ করে লাভ কী? পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সেটাই সামনের সভায় তোলা হবে। প্রথমে সুরেশ রায়নার বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাড়া দেননি আম্পায়ার আলিম দার। টাইগার অধিনায়ক রিভিউ দাবি করেন। তৃতীয় আম্পায়ার সেটা বাতিল করে দেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি উইকেটে আঘাত হানতো। এরপর ৩৯.৪ ওভারে রুবেলের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন রোহিত শর্মা। ১২৭ রানের ইনিংস খেলা ম্যাচসেরা রোহিতের স্কোর তখন ৯০, অথচ আম্পায়ার গোল্ড বিমারের অভিযোগে নো ডাকেন। এবার টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি কোমরের নিচে ছিল। বাংলাদেশ যখন ব্যাটিং করে, তখন মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটিও জন্ম দিয়েছে বিতর্কের। সামির বলে পুল খেলেন মাহমুদুল্লাহ। লাইন থেকে ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। বল ধরার সময় দেখা গেছে ধাওয়ানের পা রোপ লাইন টাচ করেছে। কিন্তু আম্পায়ার তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হননি। এ তিন তিনটি বাজে আম্পায়ারিংয়ের জন্য বাঙালি ক্রিকেটপ্রেমী মুণ্ডুপাত করছেন আম্পায়ারদ্বয়ের এবং আইসিসির। আইসিসির সভাপতি হিসেবে মুস্তফা কামাল বলেন, ‘আমি আইসিসির সভাপতি হিসেবে নয়, বাংলাদেশের একজন দর্শক হিসেবে ভীষণ কষ্ট পেয়েছি। যদি আম্পায়াররা এটা ইচ্ছা করে করেন, তাহলে অবশ্যই সিদ্ধান্তগুলো খতিয়ে দেখা হবে।’ আইসিসি এখন ভারতের টাকায় চলে। এমন অভিযোগ সারা বিশ্বের। কালকের ম্যাচের সিদ্ধান্তগুলো ভারতের পক্ষে গেছে। তাই আম্পায়ারদের বিপক্ষে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে কি না, প্রশ্নোত্তরে বলেন, ‘ভারত সেমিতে অস্ট্রেলিয়া বা পাকিস্তানের বিপক্ষে খেলবে। তারা কী মেনে নেবে? মেনে নেবে না।’ এদিকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা বাজে আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে প্রতিবাদ জানাব।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
আইসিসি সভাপতিও ক্ষুব্ধ
ক্রীড়া প্রতিবেদক, মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর