আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করে মহানায়ক বনে যান আ হ ম মুস্তফা কামাল। সঙ্গে সঙ্গে খাদের কিনারায় ঠেলে দেন শ্রীনিবাসনকে। আইসিসির চেয়ারম্যান হিসেবে এখনো আছেন শ্রীনি। কিন্তু তার অবস্থা এখন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার! মুস্তফা কামাল আইসিসির সভাপতি নেই, কিন্তু এখনো আছেন মানুষের মনের কোঠরে। আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার অন্তরঙ্গতা কমেনি। বরং আরও মজবুত হয়েছে। তারই জ্বলন্ত উদাহরণ, আইপিএল ফাইনাল দেখতে যাওয়া। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি জগমোহন ডালমিয়ার আমন্ত্রণে। শুধু ফাইনালই দেখেননি, বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা দেন ডালমিয়া ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একান্ত আলাপচারিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মুস্তফা কামালকে সাহসী বলেও আখ্যায়িত করেন। এ ছাড়া মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্যাডে লিখিত একটি চিঠিও পাঠান জগমোহন ডালমিয়া।
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারের পক্ষপাতিত্বমূলক আচরণের সমালোচনা করেছিলেন মুস্তফা কামাল। তার সমালোচনা মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন। ঝাল মেটান বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ট্রফি দিতে না দিয়ে। এটা ছিল আইসিসির গঠনতন্ত্র-বহির্ভূত। শ্রীনির এমন কার্যে ক্ষোভে ফেটে পড়ে গোটা বাংলাদেশ। মেলবোর্ন থেকে দেশে ফিরে আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান মুস্তফা কামাল। তার এই সাহসী সিদ্ধান্তকে প্রকারান্তরে সাধুবাদ জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ডালমিয়া। এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ায় আইসিসির সাবেক সভাপতিকে সাহসী বলতে কার্পণ্য করেননি ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। আলাপচারিতায় ভারতীয় বোর্ড সভাপতি মুস্তফা কামালকে আশ্বস্ত করেন শক্তিশালী দল পাঠানোর।
ভারতীয় বোর্ড সভাপতি ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেন। তার সিগনেচার করা চিঠিতে লেখা- 'প্রিয় কামাল, সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল খেলা দেখতে আসায় আমরা সত্যি আনন্দিত। আপনার উপস্থিতি নিশ্চিতভাবেই ফাইনালটিকে আরও উজ্জ্বল করেছে। অত্যন্ত ব্যস্ত সফরসূচির মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। সফরকালে আমাদের সঙ্গে আপনার অন্তরঙ্গ মুহূর্তে তোলা কিছু ছবি পাঠিয়ে দিলাম। ভবিষ্যতে আবার দেখার আশায়।' ধন্যবাদান্তে জগমোহন ডালমিয়া।