এফএ কাপ ফাইনাল নিশ্চিত করেই আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল একটা রেকর্ড গড়েছিল। এফএ কাপে সর্বোচ্চ সংখ্যক ফাইনাল (১৯) খেলার রেকর্ড (হবে) গানারদেরই। ১৮ বার ফাইনাল খেলে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে অ্যাস্টন ভিলাকে হারালে আরেকটি দারুণ রেকর্ডের মালিক হবে আর্সেনাল। সর্বোচ্চ ১২ বার এফএ কাপ জয়ের রেকর্ড গড়বে তারা। এর আগে ১১টি করে এফএ কাপ শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এবার আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের সামনে সুযোগ এসেছে ম্যানইউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। ওয়েঙ্গার অবশ্য অ্যাস্টন ভিলার বিপক্ষে ফাইনালটাকে মোটেও সহজভাবে নিচ্ছেন না। তবে তিনি শিরোপা জিতেই বাড়ি ফিরতে চান। 'এটা সত্যিই সহজ কোনো ম্যাচ নয়। আমি এটা জয় করতে চাই। তবে শিরোপা জয়ের দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছি না। এটাকে স্বাভাবিকভাবে আরও একটা ম্যাচের মতোই দেখছি। অন্য ম্যাচগুলোর মতোই চাপ অনুভব করছি।' চাপহীন থেকে শিরোপা জয়ের একটা ফর্মুলা দাঁড় করিয়েছেন তিনি। তা ছাড়া গত জানুয়ারি থেকে আর্সেনালের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন ওয়েঙ্গার। 'ইংলিশ প্রিমিয়ার লিগে তিন নম্বরে থেকে মৌসুম শেষ করা সত্যিই দারুণ ব্যাপার। আমরা গত জানুয়ারি থেকে দারুণ খেলছি। আশা করি আগামী মৌসুমেই আমরা লিগ জিততে পারব।' ওয়েঙ্গার তো প্রতিবারই এমন প্রতিশ্রুতি দেন। আগামীতে কি তিনি তা পূরণ করতে পারবেন! তবে এর আগে তার সামনে এফএ কাপ জিতে ম্যানইউকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এটা কি আজ তিনি কাজে লাগাতে পারবেন!