ভাঙছে গলফের মিলনমেলা। কুর্মিটোলা গলফ ক্লাবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের পর্দা নামছে আজ। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চার দিনের এই টুর্নামেন্টের আজ শেষ দিন। বিকালে কুর্মিটোলা গলফ ক্লাবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। বিশেষ অতিথি থাকবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান ছাড়াও গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, এশিয়ান ট্যুরের অ্যাসোসিয়েট ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) ইরফান হামিদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির, মেজর জেনারেল মাসুদ রাজ্জাকসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি দেবেন সেনাবাহিনী প্রধান। প্রাইজমানির চেক তুলে দেবেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।