ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন টুর্নামেন্টে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও সুইস লেজেন্ড রজার ফেদেরার। তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার সামান্থা স্তাসুরকে শারাপোভা ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলোতে উঠেন। অার টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ও বিশ্বের দুই নম্বর তারকা ফেদেরার দামির জুমুরকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে টানা ১১ বারের মতো টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠলেন। সাবেক চ্যাম্পিয়ন আনা ইভানোভিচও টুর্নামেন্টে মেয়েদের শেষ ষোলোতে উঠেছেন।
ফেদেরার সর্বশেষ ২০০৯ সালে ফরাসি ওপেন শিরোপা জিতেছেন। ফেদেরার এখন পর্যন্ত রেকর্ড ১৭টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। তাই ১৮তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের লড়াইয়ের সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে। চতুর্থ রাউন্ডে ফরাসি তারকা গায়েল মনফিসের মুখোমুখি হবেন তিনি।
আর শারাপোভা এখন পর্যন্ত দুইবার ফরাসি ওপেন শিরোপা জিতেছেন। বতর্মান চ্যাম্পিয়ন শারাপোভা চতুর্থ রাউন্ডে টুর্নামেন্টের ১৩তম বাছাই চেক রিপাবলিকের লুসি সাফারোভার বিরুদ্ধে খেলবেন। ২০১২ সালে প্রথম ফরাসি ওপেন শিরোপা জিতেছেন রুশ এ তারকা।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৫/শরীফ