বিশ্বকাপে খেলতে যান মাত্র একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে। কিন্তু এই অনভিজ্ঞতা কোনো বাধা হতে পারেনি পারফরম্যান্সে। বরং আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন। সৌম্য সরকার; বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্যাটিং স্তম্ভ। এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১০টি। তাতে সেঞ্চুরি একটি। তাও পাকিস্তানের বিপক্ষে। ওই সেঞ্চুরিই তাকে নিয়ে গেছে আত্মবিশ্বাসের চুড়ায়। ফর্মে থাকায় টিম ম্যানেজমেন্ট তাকে টেস্টও খেলিয়েছে। যদিও নজরে পড়ার মতো পারফরম্যান্স নয়। আবার আশাহীনও নয়। বিসিএলে সেঞ্চুরি করে অবশ্য ফর্মে থাকার ইঙ্গিত রেখেছেন। আসন্ন ভারত সিরিজেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। তবে চমকে দেওয়ার মতো কথাই বলেছেন কাল। জানিয়েছেন. ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশই ফেবারিট। বিশ্বকাপে দুরন্ত ক্রিকেট খেলে টাইগাররা। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর এই প্রথম হারাল। তাও ৩-০ ব্যবধানে। তাই সৌম্যদের আত্মবিশ্বাসটা বেশ ভালো। ভালো বলেই সিরিজের প্রত্যাশিত ফল আশা করছেন ১০ ওয়ানডেতে ৩৫৯ রান করা সৌম্য, 'পাকিস্তান সিরিজে আমরা সবাই ভালো খেলেছি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ভারত সিরিজেও ভালো কিছু হবে।' তাহলে কি আসন্ন সিরিজে বাংলাদেশ ফেবারিট? প্রশ্নোত্তরে বাঁ হাতি সৌম্য বলেন, 'খেলা হবে মাঠে। যে দল ভালো খেলবে, ফল তাদের পক্ষেই আসবে। সব মিলিয়ে আমার মনে হয় আমরাই ফেবারিট সিরিজে।'