বার্সেলোনার জয়রথ যেন থামছেই না। শনিবার লিওনেল মেসির ম্যাজিকে অ্যাথলেটিক বিলবাওকে সহজেই ৩-১ গোলে হারিয়ে কোপ দেল রে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা ৷
ইতিমধ্যেই চলতি মৌসুমে লা লিগা শিরোপা জিতেছে লুইস এনরিকের দল। আর এবার স্পেনিস কাপও চ্যাম্পিয়ন৷ এই নিয়ে ২৭ বার কোপ দেল রে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এখন অার স্রেফ একটি কাজ বাকি বার্সার। তা হলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে হারাতে পারলেই মৌসুমের তৃতীয় শিরোপা জিতে নেবে এনরিকের দল৷
কোপ দেল রে কাপে শুরু থেকেই টপ গিয়ারে ছিল এনরিকে ছেলেরা। ম্যাচের ২০ মিনিটে মেসি গোল করে বার্সাকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান নেইমার। বিরতির সময় দু’গোলেই এগিয়ে ছিল বার্সা। বিরতির পরে মেসি নিজের দ্বিতীয় গোল করেন। এই গোলের পাঁচ মিনিট পরেই উইলিয়ামস বিলবাওয়ের পক্ষে সান্ত্বনা গোল করেন।
বিডি-প্রতিদিন/৩১ মে ২০১৫/শরীফ