মাঝমাঠ থেকে দানি আলভেসের বাড়ানো বল নিয়ে ছুটলেন লিওনেল মেসি। ডান প্রান্তে তখন অ্যাথলেটিক বিলবাওয়ের তিন জন প্রহরী বৃত্তবন্দী করেছে আর্জেন্টাইন জাদুকরকে। আশপাশে রয়েছে আরও কজন। কিন্তু কি এক জাদুবলে বৃত্ত ভেঙে এগিয়ে চললেন লিওনেল মেসি। ছত্রভঙ্গ করে দিলেন বাস্ক ক্লাবটির ডিফেন্স লাইন। গোলরক্ষক বলের লাইনে থেকেও অসহায়ের মতো মাথা উল্টে দেখলেন বল জড়িয়েছে জালে। লিওনেল মেসি ক্যারিয়ারে আরও একটা ম্যাজিক্যাল গোল উপহার দিলেন তার ভক্তদের। আর ফুটবল সমালোচকরা বলছেন, এমন গোল কেবল অন্য গ্রহের ফুটবলারদের পক্ষেই সম্ভব!
লিওনেল মেসি আর নেইমারের অসাধারণ ফুটবলে বার্সেলোনা আরও একটি শিরোপা ঘরে তুলল শনিবার। কাতালানরা কোপা দেল রে কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ৩-১ গোলে। মেসির ডাবল আর নেইমারের এক গোল প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। পঞ্চমবারের মতো ডাবল জিতল বার্সেলোনা। এর আগে ১৯৫১-৫২, ১৯৫২-৫৩, ১৯৫৮-৫৯ ও ১৯৯৭-৯৮ মৌসুমে কাতালানরা ডাবল (লা লিগা ও কোপা দেল রে) জিতেছিল। এ জয়ের পাশাপাশি আরও একটা রেকর্ড গড়েছেন এমএসএন (মেসি-সুয়ারেজ-নেইমার)। বার্সা ত্রয়ী চলতি মৌসুমে করেছেন ১২০ গোল (মেসি ৫৮, নেইমার ৩৮, সুয়ারেজ ২৪)। এর আগে রিয়াল মাদ্রিদ ত্রয়ী (রোনালদো-বেনজেমা-হিগুয়েন) ২০১১-১২ মৌসুমে করেছিলেন ১১৮ গোল। এটা স্প্যানিশ তো বটেই বিশ্ব রেকর্ডও! ১২০ গোল করা ছাড়াও এমএসএন চলতি মৌসুমে মোট ৬৪টা গোলে এসিস্ট করেছেন।
বার্সেলোনা তাদের ২৭ নম্বর কোপা দেল রে কাপ শিরোপা ঘরে তুলল। ২৩টা শিরোপা জিতে এ টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিক বিলবাও। রিয়াল মাদ্রিদ ১৯টা শিরোপা জিতে আছে তৃতীয় স্থানে! গত বছর বার্সেলোনাকে হারিয়েই রিয়াল মাদ্রিদ তাদের ১৯ নম্বর কোপা দেল রে কাপ শিরোপা ঘরে তুলেছিল। কাতালানদের ডাবল জয় সম্পন্ন হয়েছে। এবার কি! ৬ জুন বার্লিনে কি আরও একটা দারুণ ইতিহাস গড়তে চলেছেন এমএসএন! চ্যাম্পিয়ন্স লিগে এবার বার্সেলোনা চ্যাম্পিয়ন হলে রেকর্ড তো হবেই। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্লাব দুইবার ট্রেবল জয়ের রেকর্ড গড়বে। এর আগে কাতালানরা ২০০৮-০৯ মৌসুমে জয় করেছিল ট্রেবল (লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে)। এবারেও যে সে সুযোগটা ধরা দিয়েছে! অবাক করা ব্যাপার হলো, পেপ গার্ডিওলা যেমন বার্সেলোনায় তার প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছিলেন লুইস এনরিকেও হাঁটছেন সে পথেই! সেবার গার্ডিওলার অস্ত্র ছিলেন মেসি-ইতো-অঁরি। এবার এনরিকের অস্ত্র এমএসএন।
এবার ট্রেবল জয়ের সুযোগ অবশ্য জুভেন্টাসেরও রয়েছে। কার্লোস তেভেজ আর পল পগবারা এরই মধ্যে ঘরে তুলেছেন ইতালিয়ান সিরি এ লিগ ও ইতালিয়ান কাপ। কে জানে বার্সেলোনার উৎসব মঞ্চে জুভেন্টাস একটা বড় রকমের আঘাত হানতেও তো পারে! যদিও এরই মধ্যে ওল্ড লেডিদের অধিনায়ক বুফন বলে দিয়েছেন, বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। ৬ জুন কি হবে বলা মুশকিল। তবে বার্সেলোনার স্প্যানিশ কোচ লুইস এনরিকে তার শিষ্যদের নিয়ে বিজয় মিছিল বের করার অপেক্ষায় প্রহর গুনছেন। কেবল বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের সবুজ ঘাসে নামতেই যা দেরি!