সত্তর দশকের শুরু থেকে ওয়ানডে ক্রিকেটের পথচলা। শুরুর পর থেকেই ক্রিকেটের মূল আকর্ষণ এখন ওয়ানডে ক্রিকেট। নির্ধারিত ওভারের ম্যাচটিকে দর্শকগ্রাহ্য করে তুলতে চেষ্টার কমতি নেই শাসকগোষ্ঠীর। নিত্য নতুন আইন তৈরি করে চিত্তাকর্ষক করে তুলছে ওয়ানডে ক্রিকেটকে। যা কিছু নতুন আইন, সবই ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে। আইসিসির নিত্যনতুন আইনে ত্রাহিনকুল অবস্থা বোলারদের। তবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বা পুনর্বিবেচনার সিদ্ধান্তটি বাঁচিয়ে রেখেছে বোলারদের। অবশ্যই একইভাবে সুবিধা ভোগ করছে বোলাররা। ডিআরএস ব্যবহৃত হচ্ছে সারা বিশ্বে। শুধু এর সুফল ভোগ করছে না ভারত। ভারত এই পদ্ধতির সহায়তা নিচ্ছে না। এখনো পদ্ধতিটি নিয়ে আপত্তি রয়েছে ভারতের। তাই ভারত খেলছে এমন কোনো সিরিজে নেই ডিআরএস। এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি, রোহিত শর্মারা আগামী ৭ জুন ঢাকায় পা রাখছেন। ১০-১৪ জুন নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে একমাত্র টেস্টটি। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে তিনটি ওয়ানডে। সিরিজের কোনো ম্যাচেই ব্যবহৃত হবে না ডিআরএস। তবে সিরিজটিকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে কখনো সকালে, কখনো আবার বিকালে অনুশীলন করছে টাইগাররা। সিরিজের একমাত্র টেস্টের স্কোয়াড ঠিক করতে কাল ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজের স্কোয়াড নিয়েই বসেছেন এবং কাটছাঁট করে চেষ্টা করেছেন সেরা স্কোয়াড তৈরি করতে। কিন্তু পেসার স্বল্পতার জন্য হিমশিম খেয়েছেন স্কোয়াড গঠনে। তারপরও সূত্র জানাচ্ছে ১৪ সদস্যের স্কোয়াডে চার পেসার রাখছেন নির্বাচকরা। মিরপুর টেস্ট শুরুর দিন হাঁটুতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে আসেন শাহাদাত হোসেন রাজিব। ফলে পুরো টেস্ট বাংলাদেশ খেলে মোহাম্মদ শহীদকে নিয়ে। ভারতের সঙ্গে যাতে সে রকম সমস্যায় পড়তে না হয়, সে বিবেচনাতে স্কোয়াড বানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফিরছেন রুবেল হোসেন। শফিউল ইসলাম সুহাশও খেলছেন। তবে তার জায়গায় আবুল হাসান রাজুকেও দেখা যেতে পারে। তৃতীয় পেসার হিসেবে থাকছেন শহীদ। পাকিস্তান সিরিজে অভিষিক্ত শহীদের ভালো না হলেও পারফরম্যান্স মন্দ ছিল না। তবে সিরিজে সাকিবের পাশাপাশি থাকছেন আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়তে যাচ্ছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। অফ স্পিনার হিসেবে থাকছেন শুভাগত হোম। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি লিটন দাসের। এবারও থাকছেন স্কোয়াডে। খেলার সম্ভাবনাও উজ্জ্বল। এক্ষেত্রে তাকে উইকেট কিপিং করতেও দেখা যেতে পারে। এনামুল হক বিজয়ও বিবেচনায় রয়েছেন।
শিরোনাম
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- সাগরে তিন দিন ভেসে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির