সত্তর দশকের শুরু থেকে ওয়ানডে ক্রিকেটের পথচলা। শুরুর পর থেকেই ক্রিকেটের মূল আকর্ষণ এখন ওয়ানডে ক্রিকেট। নির্ধারিত ওভারের ম্যাচটিকে দর্শকগ্রাহ্য করে তুলতে চেষ্টার কমতি নেই শাসকগোষ্ঠীর। নিত্য নতুন আইন তৈরি করে চিত্তাকর্ষক করে তুলছে ওয়ানডে ক্রিকেটকে। যা কিছু নতুন আইন, সবই ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে। আইসিসির নিত্যনতুন আইনে ত্রাহিনকুল অবস্থা বোলারদের। তবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বা পুনর্বিবেচনার সিদ্ধান্তটি বাঁচিয়ে রেখেছে বোলারদের। অবশ্যই একইভাবে সুবিধা ভোগ করছে বোলাররা। ডিআরএস ব্যবহৃত হচ্ছে সারা বিশ্বে। শুধু এর সুফল ভোগ করছে না ভারত। ভারত এই পদ্ধতির সহায়তা নিচ্ছে না। এখনো পদ্ধতিটি নিয়ে আপত্তি রয়েছে ভারতের। তাই ভারত খেলছে এমন কোনো সিরিজে নেই ডিআরএস। এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি, রোহিত শর্মারা আগামী ৭ জুন ঢাকায় পা রাখছেন। ১০-১৪ জুন নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে একমাত্র টেস্টটি। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে তিনটি ওয়ানডে। সিরিজের কোনো ম্যাচেই ব্যবহৃত হবে না ডিআরএস। তবে সিরিজটিকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে কখনো সকালে, কখনো আবার বিকালে অনুশীলন করছে টাইগাররা। সিরিজের একমাত্র টেস্টের স্কোয়াড ঠিক করতে কাল ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজের স্কোয়াড নিয়েই বসেছেন এবং কাটছাঁট করে চেষ্টা করেছেন সেরা স্কোয়াড তৈরি করতে। কিন্তু পেসার স্বল্পতার জন্য হিমশিম খেয়েছেন স্কোয়াড গঠনে। তারপরও সূত্র জানাচ্ছে ১৪ সদস্যের স্কোয়াডে চার পেসার রাখছেন নির্বাচকরা। মিরপুর টেস্ট শুরুর দিন হাঁটুতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে আসেন শাহাদাত হোসেন রাজিব। ফলে পুরো টেস্ট বাংলাদেশ খেলে মোহাম্মদ শহীদকে নিয়ে। ভারতের সঙ্গে যাতে সে রকম সমস্যায় পড়তে না হয়, সে বিবেচনাতে স্কোয়াড বানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফিরছেন রুবেল হোসেন। শফিউল ইসলাম সুহাশও খেলছেন। তবে তার জায়গায় আবুল হাসান রাজুকেও দেখা যেতে পারে। তৃতীয় পেসার হিসেবে থাকছেন শহীদ। পাকিস্তান সিরিজে অভিষিক্ত শহীদের ভালো না হলেও পারফরম্যান্স মন্দ ছিল না। তবে সিরিজে সাকিবের পাশাপাশি থাকছেন আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়তে যাচ্ছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। অফ স্পিনার হিসেবে থাকছেন শুভাগত হোম। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি লিটন দাসের। এবারও থাকছেন স্কোয়াডে। খেলার সম্ভাবনাও উজ্জ্বল। এক্ষেত্রে তাকে উইকেট কিপিং করতেও দেখা যেতে পারে। এনামুল হক বিজয়ও বিবেচনায় রয়েছেন।
শিরোনাম
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
দলে চার পেসার!
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর