সত্তর দশকের শুরু থেকে ওয়ানডে ক্রিকেটের পথচলা। শুরুর পর থেকেই ক্রিকেটের মূল আকর্ষণ এখন ওয়ানডে ক্রিকেট। নির্ধারিত ওভারের ম্যাচটিকে দর্শকগ্রাহ্য করে তুলতে চেষ্টার কমতি নেই শাসকগোষ্ঠীর। নিত্য নতুন আইন তৈরি করে চিত্তাকর্ষক করে তুলছে ওয়ানডে ক্রিকেটকে। যা কিছু নতুন আইন, সবই ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে। আইসিসির নিত্যনতুন আইনে ত্রাহিনকুল অবস্থা বোলারদের। তবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বা পুনর্বিবেচনার সিদ্ধান্তটি বাঁচিয়ে রেখেছে বোলারদের। অবশ্যই একইভাবে সুবিধা ভোগ করছে বোলাররা। ডিআরএস ব্যবহৃত হচ্ছে সারা বিশ্বে। শুধু এর সুফল ভোগ করছে না ভারত। ভারত এই পদ্ধতির সহায়তা নিচ্ছে না। এখনো পদ্ধতিটি নিয়ে আপত্তি রয়েছে ভারতের। তাই ভারত খেলছে এমন কোনো সিরিজে নেই ডিআরএস। এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি, রোহিত শর্মারা আগামী ৭ জুন ঢাকায় পা রাখছেন। ১০-১৪ জুন নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে একমাত্র টেস্টটি। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে তিনটি ওয়ানডে। সিরিজের কোনো ম্যাচেই ব্যবহৃত হবে না ডিআরএস। তবে সিরিজটিকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে কখনো সকালে, কখনো আবার বিকালে অনুশীলন করছে টাইগাররা। সিরিজের একমাত্র টেস্টের স্কোয়াড ঠিক করতে কাল ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজের স্কোয়াড নিয়েই বসেছেন এবং কাটছাঁট করে চেষ্টা করেছেন সেরা স্কোয়াড তৈরি করতে। কিন্তু পেসার স্বল্পতার জন্য হিমশিম খেয়েছেন স্কোয়াড গঠনে। তারপরও সূত্র জানাচ্ছে ১৪ সদস্যের স্কোয়াডে চার পেসার রাখছেন নির্বাচকরা। মিরপুর টেস্ট শুরুর দিন হাঁটুতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে আসেন শাহাদাত হোসেন রাজিব। ফলে পুরো টেস্ট বাংলাদেশ খেলে মোহাম্মদ শহীদকে নিয়ে। ভারতের সঙ্গে যাতে সে রকম সমস্যায় পড়তে না হয়, সে বিবেচনাতে স্কোয়াড বানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফিরছেন রুবেল হোসেন। শফিউল ইসলাম সুহাশও খেলছেন। তবে তার জায়গায় আবুল হাসান রাজুকেও দেখা যেতে পারে। তৃতীয় পেসার হিসেবে থাকছেন শহীদ। পাকিস্তান সিরিজে অভিষিক্ত শহীদের ভালো না হলেও পারফরম্যান্স মন্দ ছিল না। তবে সিরিজে সাকিবের পাশাপাশি থাকছেন আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়তে যাচ্ছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। অফ স্পিনার হিসেবে থাকছেন শুভাগত হোম। পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি লিটন দাসের। এবারও থাকছেন স্কোয়াডে। খেলার সম্ভাবনাও উজ্জ্বল। এক্ষেত্রে তাকে উইকেট কিপিং করতেও দেখা যেতে পারে। এনামুল হক বিজয়ও বিবেচনায় রয়েছেন।
শিরোনাম
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
দলে চার পেসার!
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর