এফএ কাপে শিরোপা সংখ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডের সমান্তরালে অবস্থান করছিল আর্সেনাল। শনিবার এই সংখ্যায় একটা তারতম্য আনল গানাররা। ওয়েম্বলির ফাইনালে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে উড়িয়ে ১২ নম্বর এফএ কাপ শিরোপা জিতল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। থিও ওয়ালকট, আলেঙ্সি সানচেজ, মারটেস্যাকার এবং অলিভিয়ের গিরদ একটি করে গোল করেছেন দলের পক্ষে।
গ্রেটার লন্ডনের রাস্তায় লাল রঙা একটা মার্সিডিজ বেঞ্জের বাস। গায়ে লেখা ধন্যবাদ তোমাদের। তোমরা আমাদের ১২তম ফুটবলার। ভক্তদের উদ্দেশ্য করে লিখেছে আর্সেনাল কর্তৃর্পক্ষ। ভক্তদের জন্য গত এক দশকে কমই করেছে গানাররা। তারপরও লন্ডনের এ ক্লাবটাও জনপ্রিয়তায় তেমন একটা ভাটা পড়েনি। আর্সেন ওয়েঙ্গারের ব্যক্তিত্ব আর নিয়মিত তারকার আগমণ ক্লাবের জনপ্রিয়তা ধরে রেখেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। এরপর অবশ্য এফএ কাপ জিতেছে তিনবার (২০০৪-০৫, ২০১৩-১৪ ও ২০১৪-১৫)। কমিউনিটি শিল্ডও জিতেছে দুইবার (২০০৪ ও ২০১৪)। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে আর শিরোপার মুখ দেখেনি আর্সেনাল। এবার থিও ওয়ালকটরা বলছেন, সময় এসেছে আরও একবার লিগ জয় করার।