বছরের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ। চতুর্থ রাউন্ডে রাশিয়ার ইকাতেরিনা মাকারোভাকে ৭-৫, ৩-৬, ৬-১ গেমে হারান ইভানোভিচ। কোয়ার্টারে ইউক্রেনের ইলিনা সভিতোলিনার মুখোমুখি হবেন বিশ্বের সাবেক নাম্বার ওয়ান তারকা ইভানোভিচ।
উল্লেখ্য, ২০০৮ সালে ফরাসি ওপেনের শিরোপা জিতেছিলেন ইভানোভিচ। এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হলেন ২৭ বছর বয়সী ইভানোভিচ।
বিডি-প্রতিদিন/১ জুন ২০১৫/শরীফ