আশির দশকের ঘটনা। জনপ্রিয়তায় ফুটবল তখন দেশের এক নম্বর খেলা। আবাহনী, মোহামেডান দূরে থাক, ছোট ছোট দলের ম্যাচ হলেই ভরে যায় গ্যালারি। এখন সেসব শুধুই স্মৃতি। ১৯৮৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (তখন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত) আবাহনী ও রহমতগঞ্জের খেলা হচ্ছিল। শিরোপা রেসে এগিয়ে আবাহনী। চ্যাম্পিয়ন হতে পুরনো ঢাকার দলটির বিপক্ষে ৩ পয়েন্ট খুবই প্রয়োজন। ম্যাচ শুরুও হল। হঠাৎই এক গোলে পিছিয়ে পড়ে ধানমন্ডি পাড়ার দলটি। দল পিছিয়ে পড়ায় খেলা দেখতে আসা আবাহনীর দর্শকরা তখন উত্তেজনায় কাঁপছে। এরই মধ্যে আবাহনী আবার গোল শোধও করে। কিন্তু রেফারি অফসাইডের অজুহাতে বাতিল করে দেন গোল। ফুটবলারদের সঙ্গে দর্শকরা তীব্র প্রতিবাদ জানায় সিদ্ধান্তের। সিদ্ধান্ত বাতিলের আবেদন জানায়। কিন্তু রেফারি কানে তুলেননি। বরং খেলা চালিয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে দর্শকরা মাঠে নেমে খেলা বন্ধ করে দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। আবাহনী ম্যাচ খেলতে রাজি না হওয়ায় ৬ পয়েন্ট কেটে নেয় বাফুফে। মজার বিষয়, ছয় পয়েন্ট কাটার পরও চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী।
১৯৭৩ সাল। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচ হচ্ছে। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে হাফিজ উদ্দীনের গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল সাদা-কালো জার্সিধারীরা। কিন্তু শেষ পর্যন্ত খেলা হতে পারেনি দর্শকদের হট্টগোলে। ম্যাচটি রিপ্লে দিয়েছিল ফুটবল ফেডারেশন। কিন্তু মোহামেডান খেলেনি। নিয়ম অনুযায়ী আবাহনীকে জয়ী ঘোষণা করা হয়।
এতো শুধু দুটি ঘটনার উল্লেখ করা হলো। খেলতে অস্বীকৃতি জানানোর অনেক ইতিহাস রয়েছে বাংলাদেশ ফুটবলে। খেলতে না চাওয়ায় ক্লাবগুলোর পয়েন্টও কাটা হয়েছে। কিন্তু এই প্রথম বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোনো ক্লাবকে শাস্তি দেওয়া হল ব্যাপকভাবে। শুধু পয়েন্ট কর্তন নয়, দুই বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে পুরনো ঢাকার দল ফরাশগঞ্জকে। ৩ আগস্ট, সোমবার শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত মানেনি ফরাশগঞ্জের ফুটবলার ও কর্মকর্তারা। খেলতে অস্বীকৃতি জানানোয় রাতভর সভা করে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফরাশগঞ্জ সেদিন ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় রেফারি শেখ রাসেলের বিদেশি স্ট্রাইকার কিংসলে চিগোজিকে হলুদ কার্ড দেখানোয়। তাদের দাবি লাল কার্ড দেখানোর। অথচ ছবিতে দেখা গেছে, চিগোজি এমন কিছু করেননি, যাতে কার্ড দেখেন। সবচেয়ে মজার বিষয়, তখন পেনাল্টি নেওয়ার অপেক্ষায় ছিলেন শেখ রাসেলের ক্যামেরুনের ফুটবলার জিন ইকাঙ্গা। ইকাঙ্গা একবার শট নিয়ে পেনাল্টি থেকে গোলও করেন। কিন্তু ইকাঙ্গা শট নেওয়ার আগে ফুটবলাররা মাঠে ঢুকে পড়ায় রেফারি পুনরায় শট নিতে নির্দেশ দেন। এরপরই চিগোজি ও মাহাফুজ বাবুর ঘটনা। মাহাফুজ বাবু যে অভিনয় করেছিলেন, সেটা মাঠের বাইরে স্ট্রেচারে নিয়ে যাওয়ার পরপর বুঝা যায়। মাঠের বাইরে যাওয়ার পরই তিনি দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। তখনই বুঝা যায়, বিষয়টি হয়তো আগে থেকেই নির্ধারিত।
মঙ্গলবার রাতে প্রায় কয়েক ঘণ্টা বৈঠক করে এমন সিদ্ধান্ত নেয় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। দুই বছর নিষিদ্ধ, ৫ লাখ টাকা জরিমানা করা ছাড়াও অংশগ্রহণ ‘ফি’ ১৩ লাখ টাকা ফেরত চেয়েছে ক্লাবটির কাছে। জরিমানার অর্থ ও অংশগ্রহণ ফি ফেরত দেওয়ার একটি সময়ও চূড়ান্ত করে দিয়েছে বাফুফে। চিঠি পাওয়ার এক মাসের মধ্যে জরিমানার অর্থ ও অংশগ্রহণকারী ফি ফেরত দিতে হবে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা তাদেরকে একটি চিঠি দিব। সেখানে অর্থ পরিশোধ ও ফেরত দেওয়ার কথা উল্লেখ থাকবে। সেটা অবশ্যই এক মাসের মধ্যে।’ কাল বিকালে ফরাশগঞ্জ ক্লাবের কর্মকর্তারা দেখা করে বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে। দেখা করে আপিল করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিশ্ব ফুটবলে এমন হরহামেশাই ঘটছে। ম্যাচ পাতানোয় অবনমিত হচ্ছে ক্লাবগুলো। অস্বীকৃতি জানানোয় নামিয়ে দেওয়া হচ্ছে। ঘরোয়া ফুটবলে এমন ঘটনা থাকার পরও কখনো কঠোর সিদ্ধান্ত নেয়নি বাফুফে। তবে এবারের সিদ্ধান্তটি অবশ্যই অনেক বড় ঘটনা। যার প্রভাব থাকবে ভবিষ্যৎ ফুটবলে।
শিরোনাম
- ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান
- পাঁচ আঙুলে ফুলে ওঠে তাজুলরাজ্য
- শেখ হাসিনার অপশাসন নিয়ে আলজাজিরার বিশেষ তথ্যচিত্র
- যুদ্ধ কারো জন্যই চূড়ান্ত বিজয় আনবে না
- হিকমত আল্লাহর বিশেষ অনুগ্রহ
- গাংনীতে ডাকাতি, ককটেল বিস্ফোরণ
- কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ইয়াসিনের
- সৌদির জাজনে জনপ্রিয় হচ্ছে নীল চা চাষ
- সাব্বির টাওয়ারের ছাদে আগুন, মজুত ছিল দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৭৪
- হাসপাতালে বিমান হামলা: দক্ষিণ সুদানে নিহত ৭
- ফেনীতে গাঁজাসহ আটক, দুই যুবকের জেল
- ফেনীতে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড
- স্বাস্থ্যঝুঁকিপূর্ণ আইসক্রিম প্রস্তুতকারককে ৪০ হাজার টাকা জরিমানা
- মায়ের সামনেই কিশোর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
- গজারিয়ায় স্বর্ণকারকে ছুরিকাঘাত করে চেইন ছিনতাই, আটক ১
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- গাজায় আক্রমণ বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল
- এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া
- জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: সুলতান সালাউদ্দিন টুকু
নিষেধাজ্ঞার তালিকায় ফরাশগঞ্জই প্রথম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর