বাংলাদেশ ক্রিকেট তার সেরা সময় পার করছে। পার করেছে সেরা মৌসুম। গত জুন থেকে টানা খেলতে খেলতে ক্লান্ত টাইগাররা। তারপরও সাফল্য ছিল উদ্ভাসিত মুশফিকরা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে ২০১৪-১৫ মৌসুম শুরু করলেও শেষ কিন্তু জয় দিয়ে। অবিশ্বাস্য! এই এক মৌসুমে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। হারিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। এমন সাফল্যের জন্য মুশফিকুর রহিম, মাশরাফিরা ধন্যবাদ পেতেই পারেন। daraz.com.bd ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অনুষ্ঠানে টাইগারদের টেস্ট অধিনায়ক এমন ধারাবাহিক সাফল্য ধরে রাখার কথা বলেন। সে সঙ্গে এমন সাফল্য পেতে ধন্যবাদ জানান ক্রিকেটপ্রেমী বাঙালি ও মিডিয়াকে।
বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশ। এখানকার জনগণের প্রাণের খেলা ক্রিকেট। দলের সাফল্যে উচ্ছ্বসিত হন। তেমনি মর্মাহত হন ব্যর্থতায়। তারপরও তারা ক্রিকেট, ক্রিকেটারদের বাইরে যান না। দলের প্রতি এমন সমর্থন পৃথিবীর কোথাও দেখা মিলে না। এমন দর্শকদের কথা ভুলেন কীভাবে মুশফিক। তাই সাবলীলভাবে সমর্থনের কথা বললেন দর্শক ও মিডিয়ার, 'আমি মিডিয়া ও দর্শকদের ধন্যবাদ জানাই তাদের চাওয়া পাওয়ার জন্য। তাদের চাওয়া-পাওয়াই আমাদের ভালো খেলতে উজ্জীবিত করে।' টানা ক্রিকেট খেলার পর মাত্র ১৫ দিনের বিশ্রাম পেয়েছেন মুশফিকরা। এই সময়টা তারা পরিবারের সঙ্গে কাটিয়ে ফের ফিরতে চান ক্রিকেটে। এরপর পুরোদমে নেমে পড়বেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ না থাকলেও দুটি টেস্ট খেলবে। খেলা সহজ নয় ভালো করে জানেন মুশফিক, 'দক্ষিণ আফ্রিকা এক নম্বর দল। কিন্তু অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী প্রতিপক্ষ। যে কোনো কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে দলটির। তাই যে কোনো দলের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল।'
গত জুন থেকে টানা খেলছে বাংলাদেশ। এক মৌসুমে খেলেছে ২৩টি ওয়ানডে, ১০টি টেস্ট এবং ৩টি টি-২০। স্বপ্নের পারফরম্যান্স। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা ছাড়াও সিরিজ জিতেছে ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছে প্রথমটিতে। বৃষ্টির সহায়তায় ড্র করেছে ভারত ও প্রোটিয়াদের বিপক্ষে। নিন্দুকেরা টাইগারদের টানা জয়ের সমালোচনা করলেও মেনে নিতে পারেননি মুশফিক, 'পাকিস্তানের বিপক্ষে আমরা অভিশ্বাস্য ক্রিকেট খেলেছি। অনেকে বলছেন, পাকিস্তান তরুণ দল। ভারতের বিপক্ষে জেতার পর অনেকেই বলেন আমরা ভালো খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা সব কিছুর প্রমাণ রেখেছি।'
এমন স্বপ্নের মৌসুম শেষে ১৫ দিনের বিশ্রামে টাইগাররা। এরপর অক্টোবরে নেমে পড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে। ক্রিকেটপ্রেমীরাও উদগ্রীব হয়ে আছেন, আরও একটি স্বপ্নের সিরিজ দেখার।