রাশিয়ার কাজানে বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়াটা যেন ছেলেখেলা হয়ে দাঁড়াল। প্রায় প্রতিটা ইভেন্টেই হচ্ছে বিশ্বরেকর্ড। তবে সবকিছুকে পিছনে ফেলল চার গুনিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলে। হিটেই বিশ্বরেকর্ড হলো দুই বার! রাশিয়ান টিম রেকর্ড গড়ে বিশ্রাম নিতে নিতেই দেখল তাদের রেকর্ডটা দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
চার গুনিতক ১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড দখলে রেখেছিল অস্ট্রেলিয়া টিম। গত বছরের জানুয়ারিতে পার্থে এই রেকর্ড গড়েছিল অসি সাঁতারুরা। তারা তিন মিনিট ৪৬.৫২ সেকেন্ড টাইমিং করেছিল। সেই রেকর্ডটা গতকাল চার গুনিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলের ২ নম্বর হিটে প্রথম ভাঙেন রাশিয়ান সাঁতারু দারিয়া-কিরিল-ড্যানিল-ভেরোনিকা। তারা তিন মিনিট ৪৫.৮৭ সেকেন্ড টাইমিং করেন। তবে তারা পুল থেকে উঠে গা শুকানোর আগেই শুনতে পান রেকর্ডটা নিজেদের করে নিয়েছে মার্কিন দল। তিন নম্বর হিটে তিন মিনিট ৪২.৩৩ সেকেন্ড টাইমিং করে চার গুনিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলেতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন সাঁতারু রায়ান-কেভিন-স্টুয়ার্ট-লিয়া।
সাঁতারে চার গুনিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলেকে একটা মজার ইভেন্ট হিসেবেই দেখা হয়। এমনকি প্রতিযোগীরাও এখানে থাকেন খোশ মেজাজে। যেমন নিজেদের বিশ্বরেকর্ডটা হারিয়ে রাশিয়ার ড্যানিল বলছিলেন, 'এটা একটা নতুন মজার ইভেন্ট। আমি দারুণ খুশি নতুন বিশ্বরেকর্ড করতে পেরে। অবশ্য আমাদের রেকর্ডটা পরের হিটেই আমেরিকানরা ভেঙে দিয়েছে।'
এদিকে বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন রাশিয়ার জুলিয়া ইফিমোভা। তিনি এক মিনিট ৫.৬৬ সেকেন্ড টাইমিং করেছেন। এই ইভেন্টে রুপা জিতেছেন লিথুনিয়ার রুটা এবং তামা জিতেছেন জ্যামাইকার মেয়ে আলিয়া। কাজান চ্যাম্পিয়নশিপে গতকাল বিকাল পর্যন্তও পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল চীন। ১১টি সোনাসহ চীনারা মোট ২৫টা পদক জিতেছে। স্বাগতিক রাশিয়া ৯টি সোনাসহ মোট ১৫টা পদক জিতেছে। সাঁতারের সেরা দল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ৬টা সোনাসহ মোট ১৩টা পদক জিতে তিন নম্বরে অবস্থান করছে। এছাড়াও সোনা জিতেছে গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, জার্মানি, হাঙ্গেরি, দক্ষিণ আফ্রিকা, উত্তর কোরিয়া ও সুইডেন। চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে আরও ২১টা সোনার জন্য লড়াই হবে। দেখা যাক, যুক্তরাষ্ট্র তার আধিপত্য পুনরুদ্ধার করতে পারে কি না!