ম্যাচ ফিক্সিং করায় ২০১৬ সালের আগস্ট পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল। তারপরও বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে আট জাতির 'ডাইভারিসিটি কাপ'। তিনি খেলছেন বাংলাদেশ টাইগার্সের পক্ষে। তার খেলা যতটা আলোচিত, ঠিক ততটাই আলোচিত বাংলাদেশের দুই ক্রিকেটার ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরী জন্য। দুজনে ডাইভারসিটি কাপে খেলছেন বিসিবির অনাপত্তি ছাড়পত্র না নিয়ে। এতে ক্ষিপ্ত হয় বিসিবি। কিন্তু কোনোরকম কঠোর সিদ্ধান্ত না নিয়ে শুধুমাত্র সতর্ক করে দিয়েছে দুই ক্রিকেটারকে। আশরাফুলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়ায় এবার বিব্রতকর অবস্থায় পড়েছে ভারতীয় স্পিনার প্রবীণ তাম্বে।