সার্জিও র্যামোস ও করিম বেনজেমার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন বলে গুঞ্জন উঠেছে। তবে সেই গুঞ্জনে পাত্তা না দিয়ে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ বলেছেন চলতি গ্রীষ্মে দলের কোনো তারকা খেলোয়াড়কে বিক্রি করার কোনো ইচ্ছে ক্লাবের নেই।
মঙ্গলবার প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অডি কাপের সেমিফাইনালে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। রিয়াল কোচ বেনিতেজ জানিয়েছেন, কোনো তারকা খেলোয়াড়ের সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সম্ভাবনা নেই।
গত মৌসুম শেষে কোচ কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া রাফায়েল বেনিতেজ বলেন, ‘আমি জানি, করিম (বেনজেমা) সম্পর্কে বেশ কিছুদিন ধরে বিভিন্ন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তবে আমার এসবে কোনো আগ্রহ নেই। আমি শুধু ফুটবলে মনোযোগ দিতে চাই এবং স্পষ্টভাবে বলে দিতে চাই, আমার খেলোয়াড়রা এখানেই থাকবে।’