ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ক'দিনের মধ্যেই শুরু হচ্ছে চেলসির এবারের লিগ। কিন্তু কি হয়েছে চ্যাম্পিয়নদের? টানা দুই ম্যাচে হেরে তাদের শুরু করতে হবে লিগ। গেলো গত রাতে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। ইংলিশ ক্লাবটি প্রথমার্ধে গঞ্জালো রদ্রিগেজের গোলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে হেরেছে।
রবিবারই ছিল কমিউনিট শিল্ডের খেলা। চেলসি সেই ম্যাচে ১-০ গোলে হেরেছে আর্সেনালের কাছে। ওই ম্যাচের একাদশই প্রায় বদলে ফেলেছিলেন কোচ হোসে মরিনহো। ওয়েম্বলির একাদশে ১০টি পরিবর্তন এনে খেলা শুরু করান কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড যাকে নেয়নি সেই রাদামেল ফ্যালকাওকে একাদশে সুযোগ দিয়েছেন। কিন্তু প্রথমার্ধে এই ফরোয়ার্ড গোল পোস্টে শট নিতে পারেন নি একবারও। আগের ম্যাচে বদলি হিসেবে খেলেও গোল পাননি এই সুপারস্টার।
খেলার ৩৪ মিনিটে মার্কোস আলোনসোর নেয়া শট বাঁচানোর পর সেই বলেই লক্ষ্যভেদ করেছেন রদ্রিগেজ। পাওলো সসার দলের দারুণ উজ্জীবিত থাকার কথা। রবিবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর এবার তারা ইংলিশ চ্যাম্পিয়নদেরও মাটিতে নামিয়ে আনলো।
ফ্যালকাওকে নিয়ে এই মৌসুমে অনেক কথা হয়েছে। আগের মৌসুমে মোনাকো থেকে ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। কিন্তু কাটান বাজে একটা মৌসুম। মৌসুম শেষে ম্যানইউ তাকে রাখতে চায়নি। চেলসি নিয়ে নিয়েছে ফ্যালকাওকে। দুরন্ত এই ফরোয়ার্ডের খেলা ভালোই লাগছে কোচ মরিনহোর। 'পরিস্থিতি বিবেচনায় খুব ভালো অবস্থায় আছে সে।' মরিনহো বলেন, 'সে আমেরিকান কাপে (কোপা আমেরিকা) খেলেছে। ছুটি কাটিয়ে মাত্র এক সপ্তাহ অনুশীলন পেয়েছে। অন্যদের মতো তিন সপ্তাহ সময় পায়নি। আজ তাকে তার সেরা সময়ে দেখেছি। তাতে খুশি আমি। সত্যি খুব খুশি।'
বিডি-প্রতিদিন/৬ অাগস্ট ২০১৫/শরীফ