'আমি মেসি হলে জাতীয় দলে খেলা ছেড়ে দিতাম৷ শুধু বার্সেলোনার হয়েই খেলতাম৷' এই মন্তব্যের মধ্যে দিয়েই মেসির পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার কোচ জিরার্ডো মার্টিনো৷ কোপা আমেরিকার ফাইনালে হারের পর আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ তা সত্ত্বেও দেশের হয়ে খেলা ছেড়ে দেয়ার কোনো ইঙ্গিত দেননি বার্সা তারকা৷ এমন অবস্থায় কোচকে পাশে পাচ্ছেন তিনি৷
ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অধরাই থেকে গিয়েছিল মেসির৷ কোপা আমেরিকার ফাইনালে উঠে সেই শোক ভোলানোর জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করে আর্জেন্টিনা৷ কিন্তু এবারও ব্যর্থ৷ ঘরের মাঠে ট্রফি জিতে নেয় চিলি৷ দেশে ফিরে সংবাদ মাধ্যম ও সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় চারবার ব্যালন ডি'অর জয়ী বিশ্বের সেরা ফুটবলারকে৷
তবে মেসির ওপর আস্থা রাখছেন মার্টিনো৷ জানিয়ে দিলেন- ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিরুদ্ধে খেলার জন্য মেসিকে ডাকবেন তিনি৷ মার্টিনো বলেন, 'ওকে ডাকব৷ জানি না আসবে কি না৷ ও না আসলে খুব হতাশ হব৷ কেউ বলেনি যে দেশের হয়ে প্রীতি ম্যাচে খেলবে না মেসি৷ এই খবর কে ছড়িয়েছে, জানা নেই৷'
দেশের হয়ে খারাপ পারফরম্যান্সের হতাশা ঝেড়ে ফেলে ইতোমধ্যেই বার্সা শিবিরে যোগ দিয়েছেন এলএম টেন৷ -খবর ওয়েবসাইট
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৫/ এস আহমেদ