এশিয়া কাপের ফাইনাল নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি ফাইনালে টাইগারদের জন্য শুভকামনা করেছেন। কোটি বাংলাদেশির মতো তিনিও চিৎকার করে বলেছেন গো টাইগার্স!
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি রবিবার (০৬ মার্চ) এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা করেছেন। চিৎকার করে বলেছেন, 'গো টাইগার্স'!
মার্শা টাইগারদের উদ্দেশ্যে বলেন, অাজ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। তোমাদের জন্য শুভ কামনা। অামরা অধীর অাগ্রহে তোমাদের অপেক্ষায় অাছি। তোমরা এগিয়ে যাও (গো টাইগার্স)!
এ সময় তিনি হাতের ইশারায় টাইগারদের হুঙ্কার দিয়ে ঝাপিয়ে পড়ার ইঙ্গিত দেন।
ওই ভিডিও বার্তায় মার্কিন দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদেরও লাল-সবুজ জার্সি পরে মাশরাফি বিন মর্তুজা ও তার দলের প্রতি শুভ কামনা জানাতে দেখা গেছে। অনেককে হাত নাড়িয়ে, শরীর দুলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। সবার মুখে ছিল একটাই ধ্বনি- 'গো টাইগারস'!
ভিডিও:
বিডি-প্রতিদিন/০৬ মার্চ ২০১৬/ এস আহমেদ