ওভাল টেস্টের নাটকীয় জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ব্রুকের ক্যাচ ফেলে দলের বিপদ বাড়ালেও দ্বিতীয় ইনিংসে বল হাতে দলকে জয়ের পথে ফেরান এই ডানহাতি পেসার। ভারতের ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ে সিরাজ একাই শিকার করেন পাঁচ উইকেট। সকালে জেমি স্মিথকে ফেরান, এরপর ওভারটনের উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ম্যাচ ভারতের করে তোলেন।
ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে সিরাজ বলেন, 'সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল, আমি পারব। গুগলে আত্মবিশ্বাস নিয়ে একটা ছবি খুঁজে সেটাই ফোনের ওয়ালপেপার বানিয়েছিলাম। নিজেকে বিশ্বাস করাতে চেয়েছিলাম আমিই পারব ম্যাচ ঘুরিয়ে দিতে।'
এর আগে সিরিজের লর্ডস টেস্টে ভারত যখন ড্রর দিকে এগোচ্ছিল, তখন শেষ মুহূর্তে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিরাজ। সেই আক্ষেপ ছিল তাঁর ভেতরে জমা। ওভালে সেই ক্ষতই যেন শুকাতে চাইলেন তিনি, বললেন, 'লর্ডস টেস্টে হেরে খুব খারাপ লেগেছিল। হৃদয় ভেঙে গিয়েছিল আমাদের। সেই হতাশা থেকেই এই ম্যাচে আরও বেশি নিবেদিত ছিলাম।'
তবে ম্যাচের এক বড় টার্নিং পয়েন্ট হয়েছিল সিরাজেরই হাতে ক্যাচ পড়া। হ্যারি ব্রুক তখন ৯২ রানে, সিরাজ ক্যাচ ফেলেন, আর ব্রুক শেষ পর্যন্ত ১১১ রানের অসাধারণ ইনিংস খেলেন। সেই ঘটনা স্মরণ করে সিরাজ বলেন, 'ব্রুকের ক্যাচটা যদি ধরতে পারতাম, তাহলে হয়তো এত চাপ নিতে হতো না। ওর ইনিংসটা আমাদের জন্য অনেক কঠিন করে তুলেছিল।'
বিডি প্রতিদিন/মুসা