কক্সবাজারের কুতুবদিয়ায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) সকালে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।
সভায় বক্তারা বলেন,অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিশুদের সাঁতার শেখানো এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের মৃত্যুহার কমানো সম্ভব বলে মত প্রকাশ করেন। “পিতা-মাতার অবহেলাই শিশু মৃত্যুর অন্যতম কারণ। যে শিশুর জন্ম হয় অবহেলায়, তার প্রতি অভিভাবকের দরদও থাকে কম।” এ সময় তিনি জন্ম নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম