কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলের পশ্চিম পাশে কাকড়া মোড় এলাকায়় সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
এরপর তার বাড়ি তল্লাসি করে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়।সবমিলে ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আল মাহমুদ জানান, তাকে গ্রেফতার করে আদালতে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম