এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগোলেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। টুর্নামেন্ট শুরুর আগে সাব্বিরের অবস্থান ছিল ৬৪তম। আর এখন সে ৪৪ ধাপ এগিয়ে ৫৭৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছেন।
সোমবার আইসিসি ব্যাটসম্যানদের এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এটাই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ অবস্থান। এই র্যাঙ্কিংয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান ২৫তম স্থানে।
এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান সাব্বিরের। ব্যাট হাতে এমন পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন তিনি। ৫ ম্যাচে সাব্বিরে রান ১৭৬। যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা বিরাট কোহলির রান ১৫৩।
আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। আর ৮৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। ৭৯৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস তৃতীয় স্থানে আছেন।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব